সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল শ্রীমতি বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে। হ্যাঁ, জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণের জেরে অর্ধকুয়ারিতে পাহাড়ের ধ্বস (Landslide On Vaishno Devi Route) নেমে অন্তত পাঁচজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র মারফৎ খবর। এমনকি আহত হয়েছে বহু মানুষ। হঠাৎ করেই পাহাড়ের ঢাল থেকে নেমে আসা বিশালাকার পাথর ও বোল্ডারের আঘাতেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরবেলা ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে আচমকাই পাহাড়ে ধ্বস নামে। অনেক পুণ্যার্থী ওই সময় মন্দিরের পথে হেঁটে যাচ্ছিল। পাহাড়ের ঢাল ভেঙে বড় বড় পাথর গড়িয়ে পড়তেই কয়েকজন চাপা পড়ে মারা যান। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কমপক্ষে 14 জন পুণ্যার্থী আহত হয়েছেন।
Tragic news from the Vaishno Devi yatra route near Adhkawari, where a landslide has claimed 5 lives and left 14 injured. Rescue operations are underway. This monsoon has already given so many wounds and now in its outgoing phase it continues to cause destruction. Om Shanti 🙏 pic.twitter.com/zJ22eztK6S
— Nikhil saini (@iNikhilsaini) August 26, 2025
দুর্ঘটনার পরপরই বৈষ্ণোদেবী মন্দির কমিটি ও স্থানীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। তাঁদের দ্রুত কাটরার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আরো বিপদের আশঙ্কায় যাত্রাপথে থাকা অন্যান্য পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়।
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রা স্থগিত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুনরায় যাত্রা চালু করা হবে না। আসলে গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে একের পর এক জায়গায় ধ্বস, হড়পা বানের মতো ঘটনা ঘটে চলচ্ছে।
আরও পড়ুনঃ উদ্বোধনের ৪ মাসেই ঢেউয়ের জোরে ভাঙল দীঘার জগন্নাথ ঘাট! ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক
সেই সূত্র ধরে, আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডাসহ বেশ কিছু জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে। উল্লেখ্য, মঙ্গলবার ডোডো জেলায় মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভেসে গিয়েছে বহু বাড়ি। রিপোর্ট অনুযায়ী, সেই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।