বোম্বে হাইকোর্টের বিচারপতি পদে বসবে বিজেপি’র প্রাক্তন মুখপাত্র! ছড়াল বিতর্ক

Aarti Arun Sathe

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের সিদ্ধান্ত ঘিরে এবার শুরু হল রাজনৈতিক বিতর্ক! জানা গিয়েছে, বিজেপির প্রাক্তন মুখপাত্র এবার বোম্বে হাইকোর্টের বিচারপতি পদে বসতে চলেছেন। সম্প্রতি বোম্বে হাই কোর্টে তিনজন আইনজীবীকে বিচারপতি হিসাবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। যাঁদের মধ্যে একজনের নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি আর কেউ নন মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মুখপাত্র আরতি অরুণ শাঠে।

প্রাক্তন বিজেপি মুখপাত্র হাইকোর্টের বিচারপতি?

চলতি বছরের গত ২৮ জুলাই, সুপ্রিম কোর্ট কলেজিয়াম দিল্লি, বোম্বে, কলকাতা এবং কর্ণাটক সহ ৬টি ভিন্ন হাইকোর্টে বিচারক পদে নিয়োগের জন্য কয়েকজন আইনজীবী এবং বিচার বিভাগীয় কর্মকর্তার নিয়োগের সুপারিশ করে। সেই সময় ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে কলেজিয়াম বোম্বে হাইকোর্টে বিচারক পদের জন্য তিন আইনজীবী আরতি অরুণ শাঠে, অজিত ভগবানরাও কাদেথাঙ্কর এবং সুশীল মনোহর ঘোদেশ্বরের নাম মনোনীত করে। আর তাতেই ওঠে বিতর্ক। আসলে বছর দুয়েক আগে আরতি অরুণ শাঠে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তিনি মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করবেন। শুধু তাই নয় বিভিন্ন সময়ে বিজেপির হয়ে গলা ফাটিয়েও ছিলেন তিনি। আর সেই আরতিই কীভাবে বিচারপতি হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় নিরপেক্ষ রায় দেবে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Aarti Arun Sathe

আইনজীবির বাবাও বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন

এদিকে বিচারপতি পদে নিয়োগ পাওয়া প্রাক্তন বিজেপি মুখপাত্র আরতি অরুণ শাঠের বাবাও একই হাই কোর্টের আইনজীবী ছিলেন। এবং ঘটনাচক্রে তিনিও বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত। তাই স্বাভাবিকভাবে এমন একজনকে বিচারপতি করা নিয়ে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি সরব হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, আরতি অরুণের যোগ্যতা নিয়ে তাদের কোনও প্রশ্ন নেই। কিন্তু কেন্দ্র ও রাজ্যের শাসক দলের একজন সক্রিয় নেতাকে বিচারপতি করে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কলুষিত করা হচ্ছে। যার জন্য তাঁরা বিরোধিতা করছি। যদিও সেই সকল অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির বক্তব্য, আরতি অরুণ বছর দেড়েক আগে দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিগেছে, অর্থাৎ এই মুহূর্তে দলের সঙ্গে কোন সম্পর্ক নেই আরতির।

আরও পড়ুন: দোষ ঢাকতে OBC সংরক্ষণ মামলাকে কাঠগড়ায় তুলল রাজ্য! ভর্ৎসনা হাইকোর্টের

আপত্তি বিরোধীদের

রাজনৈতিক জীবনের তুলনায় কর্মক্ষেত্রে আইনজীবী হিসেবে আরতি অরুণ শাঠের প্রায় ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি মূলত প্রত্যক্ষ কর সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছিল আরতি অরুণ শাঠেকে। কিন্তু এক বছর পরে, ২০২৪ সালের জানুয়ারিতে ব্যক্তিগত এবং পেশাগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। এমনকি তিনি ২০২৪ সালের ৬ জানুয়ারী, দলের প্রাথমিক সদস্যপদ এবং মহারাষ্ট্র বিজেপির আইনি সেলের প্রধান পদ থেকেও পদত্যাগ করেছিলেন। যদিও আইনজীবী শাঠের বিচারপতি পদে নিয়োগ ব্যবস্থাকে গেরুয়াকরণের অপকৌশল বলে দাগিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা।

Leave a Comment