প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু রাজনীতি নয়, অভিনয় সামলিয়ে অনেক তারকাকে রাজনীতিতে নামতে হয়। কেউ তো আবার এসব কিছুর পাশাপাশি ব্যবসাও নিয়েও ঝামেলায় পড়তে হয়। তারপর উপস্থিত থাকতে হয় বাদল অধিবেশনে৷ তাই এবার লোকসভায় কম হাজিরা প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, “সকলে নিজেদের মতো করে দায়িত্ব সামলাচ্ছেন৷ কাউকে দোষারোপ করা উচিত নয় ৷”
লোকসভায় উপস্থিতি নিয়ে তরজা রচনা কল্যাণের!
সম্প্রতি হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় উপস্থিতির হার কম হওয়া নিয়ে প্রশ্ন তোলেন দলেরই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রশ্নের জবাব দিয়ে TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন যে, ‘লোকসভায় যাওয়াটা নির্ভর করে কে কখন কী পরিস্থিতিতে রয়েছেন তার উপর। সেই অনুযায়ী তাঁরা কখন কখন যেতে পারবেন তা নির্ভর করে। যাঁরা পুরোপুরি ভাবে রাজনীতিবিদ বা রাজনীতিটাই যাঁদের একমাত্র পেশা, আমার মনে হয় তাঁদের অবশ্যই যতদিন এই অধিবেশন চলবে, তত দিন পার্লামেন্টে যাওয়া উচিত। যদি না তাঁর কোনও শারীরিক সমস্যা বা পারিবারিক কোনও অসুবিধা থাকে। সব ঠিক থাকলে রোজ যাওয়া উচিত। কিন্তু তাঁর পক্ষে প্রতিদিন সেই অধিবেশে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।’
শো না চললে শুরু হবে আন্দোলন!
লোকসভায় চলা বাদল অধিবেশনে কম উপস্থিত থাকার প্রসঙ্গে তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের উদাহরণ টেনে এনেছেন। তিনি বলেন যে, “যাঁরা রাজনীতির পাশাপাশি অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আছেন, যেমন আমি। আমাকে ‘দিদি নম্বর ১’-এর মতো ৩৬৫ দিন সম্প্রচারিত হয় এমন একটি শো করতে হয়, কারণ এটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। আমি তো সেটা হতে দিতে পারি না। পাশাপাশি আমি ব্যবসাও করি। সেই কাজ আমাকে করতে হয়। তার সঙ্গে আমার সংসারের কাজকর্ম আছে। তার সঙ্গে রাজনীতি আছে। তাই আমাকে সবটা মানিয়ে চলতে হয়। কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব অ্যাডজাস্ট করে পার্লামেন্টের জন্য সময় বের করা।’
আরও পড়ুন: হাত-পা বেঁধে খুন? কেরলে ভয়ঙ্কর পরিণতি বাংলার শ্রমিকের, ফালাকাটায় শোকের ছায়া
প্রসঙ্গত, ২০২৪ এর হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে ৮০ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাংসদ হওয়ার পরও বাদল অধিবেশনে কম উপস্থিত থাকার কারণ নিয়ে যখন কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছয় তখন সেই নিয়ে নিজের পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে পিছুপা হলেন না অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।