ব্যয় ১,৪৬২ কোটি! ভারত থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

Bangladesh Brought Diesel From India

সৌভিক মুখার্জী, কলকাতা: চরম অশান্তির মধ্যেও সেই ভারত থেকে তেল কিনতে হচ্ছে ওপার বাংলাকে (Bangladesh Brought Diesel From India)! ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি থেকেই ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। জানা গিয়েছে, এতে তাদের মোট ব্যয় করতে হবে ১ হাজার ৪৬২ কোটি টাকা। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ভারত থেকে ডিজেল আমদানি বাংলাদেশের

বলাবাহুল্য, গত বছর ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য ২০২৬ সালের পরিশোধিত তেল আমদানির জন্য প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছিল। আর সেই সূত্রে এবার এনআরএল থেকে ডিজেল আমদানির প্রস্তাব চূড়ান্ত হল। এদিন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুস্তাফিজুরের বদলা নিল বাংলাদেশ, এবার এই ভারতীয়কে BPL থেকে বাদ দিল BCB

ওপার বাংলার বিশিষ্ট সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর রিপোর্ট অনুযায়ী, এই আমদানির ভিত্তি মূল্য মূলত আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ, এটি কোনও স্থায়ী বা একক দাম নয়, বরং বাজার পরিস্থিতি অনুযায়ী দাম কম বেশি হতে পারে। সূত্রের খবর, প্রতি ব্যারেল ডিজেল ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩.২২ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এদিকে ১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ২০১৬ সাল থেকেই বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানি করছে। এমনকি ২০২৩ সালের ১৮ মার্চ ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যবিত্তদের কাঁদিয়ে অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

জানিয়ে দিই, অল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনআরএল এর সঙ্গে দর কষাকষি করে এই আমদানির ব্যয় নির্ধারণ করা হয়েছে। আরে এতে মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় মোট ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লক্ষ টাকা। আর সবথেকে বড় ব্যাপার, গত বছরের জানুয়ারি মাসেও এনআরএল থেকে ১ লক্ষ ৩০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছিল সরকারি ক্রয় কমিটি। তখনও প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৫.৫০ বিলিয়ন মার্কিন ডলার।

Leave a Comment