ব্যর্থতাই হল কাল, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বাদ পড়ছেন টিম ইন্ডিয়ার বড় অস্ত্র!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্র্যাক্টিস ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (India Vs England) জায়গা করে নিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে পারেনি তিনি। ফলত, ব্যাটিং ব্যর্থতার পর 6 ওভারের বোলিং কোটাতেও ব্যর্থ হয়েছিলেন ঠাকুর। আর এরপরই তাঁকে আর বল হাতে দেখা যায়নি।

আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ব্যর্থ হওয়ায় ঠাকুরকে এক ওভারও সুযোগ দেননি অধিনায়ক শুভমন থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীর কেউই। আর এরপরই প্রশ্ন উঠছে, হয়তো প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ায় তাঁর ওপর আর ভরসা করতে পারছে টিম ম্যানেজমেন্ট। মূলত সেইসব কারণকে সামনে রেখে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হতে পারে শার্দুলকে, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই।

সুযোগ পেলে উইকেট তুলতেন শার্দুল!

ভারতের তারকা অলরাউন্ডার তিনি। যেকোনও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। মূলত সেই কারণেই চোখ বন্ধ করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট রাখা হয়েছিল ঠাকুরকে। তবে মাঠে নেমে একেবারে ডাহা ফেল করেছেন টিম ইন্ডিয়ার এই তারকা। ফলত, দ্বিতীয় ইনিংসে জসপ্রীত, সিরাজদের দিয়ে বল করালেও, ঠাকুরকে এক ওভারের জন্যও দায়িত্ব দেননি গম্ভীর।

আর এরপর থেকেই প্রশ্ন উঠছে, কেন দ্বিতীয় ইনিংসে শার্দুলের মতো একজন খেলোয়াড়কে এক ওভারও বল করতে দেওয়া হল না? অনেকেরই দাবি, প্রথম সুযোগে না হলেও দ্বিতীয় ইনিংসে খেল দেখাতে পারতেন ঠাকুর! তবে সেই সুযোগ না হওয়ায় এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে!

অবশ্যই পড়ুন: সেপ্টেম্বরে হচ্ছে না ISL! সুপ্রিম কোর্টের রায় নিয়ে অপেক্ষার মাঝেই উঠে এল বড় খবর

দ্বিতীয় টেস্টেই বাদ পড়বেন শার্দুল?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 100.4 ওভার বল করেছিল টিম ইন্ডিয়া। সেখানে 6 ওভার হাতে পেয়ে একটি উইকেটও তুলতে পারেননি শার্দুল ঠাকুর। মনে করা হচ্ছে, হয়তো সেই ব্যর্থতাকে সামনে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়বেন ঠাকুর।। তবে যদি শেষ পর্যন্ত তা হয়ে থাকে, সেক্ষেত্রে যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে।

বিশেষজ্ঞদের দাবি, একজন খেলোয়াড় প্রথম ইনিংসে ব্যর্থ হতেই পারেন, তা বলে কি তাকে আর সুযোগ দেওয়া যায় না? যদিও সূত্র বলছে, শার্দুলের বোলিং এবং ব্যাটিং কোনওটির ওপরই ভরসা করছে না ম্যানেজমেন্ট। কাজেই, আশঙ্কা যদি ঠিক হয়, সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে ঠাকুরের বাদ পড়া প্রায় নিশ্চিত!

Leave a Comment