ব্যান্ডেল ও কাটোয়াতেও স্টপেজ বন্দে ভারত স্লিপারের, রেলের তরফে মিলল বড় আপডেট

Howrah Kamakhya Vande Bharat Sleeper

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে প্রথম বন্দে ভারত স্লিপার পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই জানিয়েছেন যে, আগামী ১৭ বা ১৮ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে এই বন্দে ভারত স্লিপার (Howrah Kamakhya Vande Bharat Sleeper) ট্রেনের উদ্বোধন হতে পারে। এমনকি ট্রেনের টাইম টেবিল থেকে শুরু করে রুট পর্যন্ত জানিয়েছেন রেলমন্ত্রী। তবে সবথেকে বড় ব্যাপার, এই ট্রেনটি এবার ব্যান্ডেল এবং কাটোয়াতে স্টপেজ দেবে। ফলত, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার যাত্রীদের জন্য হতে চলেছে বিরাট সুখবর।

কবে উদ্বোধন হচ্ছে এই বন্দে ভারত স্লিপার?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই এই ট্রেন পরিষেবা চালু হতে পারে। সেই সূত্রে আগামী ১৭ বা ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনটির উদ্বোধন হবে। আর এই ট্রেনটি হাওড়া থেকে অসমের গুয়াহাটির মধ্যে চলবে। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার পথে ট্রেনকি মোট আটটি স্টেশনে থামবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞপ্তি

ব্যান্ডেল এবং কাটোয়াতে থাকবে স্টপেজ

সবথেকে বড় ব্যাপার, এই বন্দে ভারত স্লিপারের স্টপেজ দেওয়া হবে হুগলির ব্যান্ডেল এবং পূর্ব বর্ধমানের কাটোয়াতে। এটি হাওড়া থেকে ছেড়ে প্রথমে ব্যান্ডেল স্টেশনে স্টপেজ দেবে। তারপর কাটোয়া হয়ে নিউ ফারাক্কা জংশনে থামবে। তারপর মালদা টাউন হয়ে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার এবং নিউ বঙাইগাঁও হয়ে গন্তব্য স্টেশন গুয়াহাটির কামাখ্যাতে পৌঁছবে। জানা গিয়েছে, এই রুটে মোর দুটি রেক চলবে। আর ট্রেনটির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে পূর্ব রেল থাকবে। ট্রেনটির স্টপেজগুলি হল- ব্যান্ডেল, কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙাইগাঁও এবং গুয়াহাটির কামাখ্যা।

আরও পড়ুন: TRP টপার স্বস্তিকার বিদ্যা ব্যানার্জী, কী হল পরশুরামের? দেখুন বছরের প্রথম টিআরপি তালিকা

ভাড়া এবং টাইম টেবিল

রেলের সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বন্দে ভারত স্লিপারটিতে তিনটি এসি ক্লাস থাকবে। থার্ড এসিতে মাথাপিছু ২৩০০ টাকা ভাড়া থাকবে, সেকেন্ড এসিতে ভাড়া পড়বে মাথাপিছু ৩০০০ টাকা আর ফার্স্ট এসিতে ভাড়া পড়বে ৩৬০০ টাকা। টাইমটেবল হিসাবে রেলের সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কামাখ্যা থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় ছাড়বে। আর পরের দিন সকাল ৯:৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এদিকে হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৬ টায় ছেড়ে পরের দিন সকাল ৮:৩০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে। অর্থাৎ, রাতের যাত্রা বেশ আরামদায়কভাবে উপভোগ করা যাবে এই বন্দে ভারত স্লিপারে। এদিকে ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং একবারে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার, সেমি হাই-স্পিড এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটবে।

Leave a Comment