ব্রিগেডে হরিনাম সংকীর্তন, লোকাল ট্রেন বাতিল…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১২ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ ডিসেম্বর, শুক্রবার। ব্রিগেডে হরিনাম সংকীর্তন, লোকাল ট্রেন বাতিল, প্রাথমিক নিয়োগে ইন্টারভিউ নিয়ে আপডেট, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) গাড়ি দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুলিশের এএসআই-এর

রাতের অন্ধকারে বাসন্তী হাইওয়ের দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাসের মৃত্যু হয়েছে। ৪৫ বছর বয়সী এএসআই ডিউটি শেষে বাইকে করে কোয়ার্টারে ফিরছিলেন। তখন ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাক্টর বাইকের পেছনে ধাক্কা মেরেছিল। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে ট্রাকের চাকা তাঁর কোমরের উপর দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। ট্রাক আটক করা হয়েছে এবং চালক পলাতক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আগামীকাল ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

কলকাতা পুলিশের ঘোষণা অনুযায়ী, ১৪ ডিসেম্বর রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যাসাগর সেতু ফের বন্ধ থাকবে। ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনারের নির্দেশে স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ করা হবে। আর এই সময়ে সেতু এবং র‍্যাম্পের সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিকল্প পথ হিসেবে পশ্চিমমুখী যানবাহন জিরাট দ্বীপ থেকে এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জ গেট রোড দিয়ে চালানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) এসআইআর বৈঠকের মাঝে মহকুমা শাসকের দফতরে বিএলও-কে চড়

হুগলির চাঁপদানি বিধানসভায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচনকর্মী তথা বুথ লেভেল অফিসার লালু নিয়া ভোটার তালিকার সংশোধনের কাজ করছিল। তবে শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরের AERO অভিজিৎ দাস তাঁর গায়ে হাত তোলেন। যার জেরে অফিসে আতঙ্কিত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিএলও অধিকার রক্ষা কমিটির সোচ্চার হয়েছে। মানসিক চাপ নেওয়া, এমনকি ভয় দেখানো, এসআইআর-এর হুমকি প্রসঙ্গে শিক্ষক নেতা শুভেন্দু গড়াই অভিযোগও করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) হাওড়া ডিভিশনে বাতিল ৩০টি লোকাল ট্রেন

হাওড়া ডিভিশনে তারকেশ্বর শাখায় দুটি ব্রিজের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কাজের কারণে শনিবার রাত ১০:৫০ থেকে রবিবার সকাল ৯:৫০ পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর কারণে পূর্ব রেল মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করেছে। কিছু কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। হাওড়া-তারকেশ্বর, তারকেশ্বর-হাওড়া, তারকেশ্বর-শেওড়াফুলি, হাওড়া-গোঘাট, আরামবাগ-হাওড়া সহ একাধিক রুটের ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। আর বিশেষ করে ১৪ ডিসেম্বর হাওড়া-গোঘাট লোকাল সংক্ষিপ্ত যাত্রা করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল ১২ ডিসেম্বর ভোরে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মহারাষ্ট্রের লাতুর থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। ২০০৪-০৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং ২৬/১১ হামলার পর তিনি পদত্যাগ করেন। শান্ত স্বভাব, ভারসাম্যপূর্ণ নেতৃত্ব এবং দক্ষ প্রশাসকের ভূমিকায় তিনি পরিচিত ছিলেন। তার প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) প্রাথমিক নিয়োগে ইন্টারভিউ নিয়ে বড় আপডেট পর্ষদের

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩,৪২১ শূন্যপদের বিপরীতে আবার ৭০০০ আবেদন জমা পড়েছে যা ২০২২ সালের তুলনায় অনেকটাই বেশি। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ সল্টলেকের কেন্দ্রীয় দফতরে হবে এবং স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফি করা হবে। ডিসেম্বরের শেষে ইন্টারভিউ শুরু হতে পারে। আর যেখানে ভিডিও রেকর্ডিং সম্ভব নয়, সেখানে নম্বর সরাসরি অনলাইনে আপলোড করে দেওয়া হবে। দীর্ঘদিন পর ২০২২ এবং ২০২৩ এর টেট উত্তীর্ণদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ওজন কমানোর ওষুধ ওজেম্পিক আসছে ভারতে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে ডেনমার্কের নরডিস্কের ডায়াবেটিস ওষুধ ওজেম্পিক। আর এটি মূলত তিনটি ডোজ পাওয়া যাবে। ০.২৫ মিলিগ্রাম যার দাম সাপ্তাহিক ২২০০ টাকা, ০.৫ মিলিগ্রাম যার মাসিক দাম ১০,১৭০ টাকা এবং ১ মিলিগ্রাম যার মাসিক দাম ১১,১৭৫ টাকা। প্রতি সপ্তাহে একবার করে ইনজেকশন নিলেই রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এমনকি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকিও কমাবে। আর এতে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ১৫ ডিসেম্বর অগ্রিম কর শোধ করার ডেডলাইন

১৫ ডিসেম্বর অগ্রিম করের তৃতীয় কিস্তি জমা দেওয়ার ডেডলাইন জারি করেছে আয়কর দফতর। আর এই তারিখের মধ্যে যদি অগ্রিম কর না দেওয়া হয়, তাহলে ধারা ২৩৪বি এবং ২৩৪সি অনুযায়ী সুদ এবং জরিমানা গুনতে হবে। বছরে মোট কর ১০ হাজার টাকার বেশি হয়ে গেলে চাকরিজীবি, ব্যবসায়ী বা পেশাদারদের অগ্রিম কর দিতে হয়। আর ৬০ বছরের বেশি প্রবীণ নাগরিকরা এবং যাদের পেশাজাত সম্পর্ক নেই, তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। এমনকি তৃতীয় কিস্তিতে ন্যূনতম ৭৫% জমা করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ব্রিগেডে এবার হবে হরিনাম সংকীর্তনের কর্মসূচি

ব্রিগেডে গীতা পাঠের পর এবার হরিনাম সংকীর্তনের কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘ। গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার জানিয়েছেন যে, এটি অরাজনৈতিক অনুষ্ঠান। আর সেখানে লক্ষ কণ্ঠে হরিনাম হবে। ভোটার তালিকার সংশোধন এবং সিএএ ফর্ম ফিলাপের পরও নাগরিকত্ব না মেলার প্রতিবাদে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের দিন জানুয়ারিতেই ঘোষণা করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) আমেরিকার সবথেকে ভারী উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরোর রকেট

ISRO প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে। তাও ইসরোর শক্তিশালী ‘বাহুবলি রকেট’ LVM3 ব্যবহার করে। আগামী ১৫ ডিসেম্বর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হবে ৬.৫ টন ওজনবিশিষ্ট ব্লুবার্ড-৬ স্যাটেলাইট। এটি তৈরি করেছে মার্কিন কোম্পানি AST SpaceMobile। এই স্যাটেলাইটে ২৪০০ বর্গফুটের বিশাল ফেজড-অ্যারে অ্যান্টেনা থাকবে, যা বিশ্বের বৃহত্তম অ্যান্টিনাগুলির মধ্যে একটি হতে পারে। আর দূরবর্তী এলাকায় মোবাইলে হাই স্পিড ইন্টারনেট দেবে এটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment