ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠে ভিড় সনাতনীদের

Brigade Gita Path

সৌভিক মুখার্জী, ব্রিগেড: ধুমধাম করে গীতাপাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেডে (Brigade Gita Path)। সকাল থেকেই চলছে জোরকদমে প্রস্তুতি। ঘড়ির কাঁটা ৯ এর ঘর পার করতেই হাজার হাজার ভক্তের ভিড় জমেছে আজ ব্রিগেডে। হ্যাঁ, বেদ পাঠের পরই ঘটা করে চলেছে গীতা আরতি। ঢাক-ঢোল থেকে শুরু করে করতাল নিয়ে নাচ করছে শতশত সনাতনীরা। এমনকি শাঁখ-উলুর আওয়াজে মুখরিত হচ্ছে চারপাশ।

ব্রিগেডে সনাতনীদের গীতাপাঠ

আজ ৭ ডিসেম্বর। পূর্বঘোষিত অনুযায়ী, সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ব্রিগেডের মাটিতে চলবে এই গীতাপাঠের অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগেই চলছে এই তোড়জোড়। একেবারে কাতরে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে আজ। বাংলাদেশ, নেপাল থেকেও হচ্ছে ভক্ত সমাগম। এদিকে আজ ব্রিগেডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বয়ং রাজ্যপাল। পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ করা হয়েছে এই গীতাপাঠ অনুষ্ঠানে।

জানা যাচ্ছে, গত বছর লোকসভা ভোটের আগেই ব্রিগেডে হয়েছিল গীতাপাঠ। আর এবারের গীতাপাঠের কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। সূত্র মতে, এবারের এই গীতাপাঠ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। তবে গীতাপাঠের আগে সম্পন্ন হয়েছে বেদপাঠ।

প্রসঙ্গত, গীতাপাঠের জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থসারথি মঞ্চ। এখানে ১৫০ জন সাধু সন্ন্যাসী সমাবেশে বসবেন। পাশাপাশি মূল মঞ্চের বাঁদিকের মঞ্চের নাম রাখা হয়েছে চৈতন্য মহাপ্রভু মঞ্চ। আর ডানদিকে রয়েছে শংকরাচার্য মঞ্চ। অনুষ্ঠানে ঢোকা ও বেরোনোর জন্য মোট ২৫টি গেটও তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি থেকেও এখানে প্রচুর ভক্ত যোগ দিয়েছেন, এবং বাংলাদেশ ও নেপাল থেকেও অনেকে ভিড় জমিয়েছে। পাশাপাশি মতুয়াসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষরাও যোগদান করেছে এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: দিল্লিতে এসে দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! মোদীর কাছে ন্যয় বিচার চাইলেন পাকিস্তানি মহিলা

আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে

সবথেকে বড় বিষয়, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উদ্যোক্তারা দাবি করছে, তাঁর কাছ থেকে কোনও রকম সদুত্তর আসেনি, যা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। কার্তিক মহারাজ বলেছেন, আয়োজন সম্পন্ন হয়েছে। কাতারে কাতরে মানুষ ঢুকছেন। চারদিক থেকে ফোনও আসছে। এখনও পর্যন্ত কোনও রকম অসুবিধা হয়নি। আমরা সকলের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। আশা করছি সুষ্ঠুভাবেই এই অনুষ্ঠান পরিচালনা করা যাবে।

Leave a Comment