ব্লক করতে পারবেন হারানো ফোন, আর কী কী ফিচার সঞ্চার সাথী অ্যাপে? জানুন এর ব্যবহার

Sanchar Saathi App know about its uses and features

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi App)। গত সোমবারই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে, এই সাইবার নিরাপত্তা অ্যাপ মোবাইল সংস্থাগুলিকে প্রতিটি স্মার্টফোনে ইন্সটল করতেই হবে। একই সাথে, প্রত্যেক ব্যবহারকারীকে নিজেদের স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রের সাইবার নিরাপত্তা বিভাগ। তা নিয়ে অবশ্য অবশ্য বিরোধিতা করতে ছাড়ছেন না বিরোধী পক্ষ। কিন্তু এই অ্যাপে কী কী ফিচার আছে জানেন? কীভাবেই বা ব্যবহার করতে হয় এই অ্যাপ?

চুরি হয়ে যাওয়া ফোন ব্লক থেকে একাধিক সুবিধা থাকছে এই অ্যাপে

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীদের ফোনে সাইবার হানা রোধ করতে বাজারে আনা হয়েছে এই সাইবার নিরাপত্তা অ্যাপ্লিকেশনটি। এটি ব্যবহার করতে হলে প্রথমেই নিজের স্মার্টফোনের প্লে স্টোর থেকে সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন। অ্যাপটি ফোনে এসে গেলে সেখানে নিজের নাম দিয়ে রেজিস্টার করুন। এরপর ফোনে যেই সিম রয়েছে তা স্ক্রিনে ভেসে আসবে, সেটিকে সিলেক্ট করে প্রাথমিক প্রক্রিয়া শেষ হলে স্ক্রিনে ভেসে উঠবে সঞ্চার সাথীর বিভিন্ন ফিচার। কী কী সুবিধা পাওয়া যাবে?

প্রথমেই বলি, এই অ্যাপ্লিকেশনে এমন একটি ফিচার রয়েছে যা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে পারে। এর জন্য অ্যাপের হোমপেজ থেকেই ব্লক ইউর লস্ট/স্টোলেন মোবাইল হ্যান্ডসেট অপশনে ক্লিক করলে সামনে চারটি অপশন খুলবে। যার মধ্যে থাকছে ব্লক লস্ট/স্টোলেন মোবাইল, আনব্লক ফাউন্ড মোবাইল, চেক রিকুয়েস্ট স্ট্যাটাস এবং ফরগট রিকুয়েস্ট আইডি? এই অপশন গুলির মধ্যে প্রয়োজন বুঝে একটি অপশন বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। সেক্ষেত্রে ফোন হারিয়ে গেলে প্রথমে থাকা লস্ট/স্টোলেন মোবাইল অপশনে ক্লিক করে নিজের হারিয়ে যাওয়া ফোনটি ব্লক করতে পারবেন।

যদিও এই অপশনের আগেই রয়েছে রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন অপশনটি। সেখানে ক্লিক করলে একটি পেজ সামনে আসবে। এই অপশনের মাধ্যমে আপনি কোনও কল বা মেসেজ পাওয়ার পর সেটি যদি প্রতারকদের ফাঁদ হয়ে থাকে তবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও এই অ্যাপের হোমপেজে তৃতীয় অপশন থাকছে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম। অনেক ক্ষেত্রে এমন, একজনের পরিচয়পত্র ব্যবহার করে অন্যজন সিম তুলে চালাচ্ছেন। এদিকে যিনি আসল মালিক তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন আপনার নামে কোনও সিম চলছে কিনা বা কতগুলি সিম চলছে। সেক্ষেত্রে সেই কানেকশন বন্ধ করা সম্ভব হবে বলেই জানাচ্ছে কেন্দ্র।

তালিকার চতুর্থ স্থানে থাকছে নো জেনুইননেস অফ ইউর হ্যান্ডসেট। এই অপশনের মাধ্যমে একজন ব্যবহারকারী জেনে নিতে পারবেন তাঁর এমনকি অন্য কোনও মোবাইলের যাবতীয় খুঁটিনাটি তথ্য। সেক্ষেত্রে সেই ফোনের IMEI নম্বর দিলেই এই অ্যাপ বলে দেবে ফোনটি কতটা জেনুইন। এছাড়াও সবশেষে অর্থাৎ পঞ্চম স্থানে থাকছে রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার অপশনটি। এই অপশনের মাধ্যমে ভারতীয় নম্বর দেখিয়ে ফোনে আশা বিভিন্ন বিদেশি কলগুলি অর্থাৎ জালিয়াতদের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে।

অবশ্যই পড়ুন: গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্যদের বয়সে দিতে হবে ছাড়! বড় নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গত সোমবারই কেন্দ্রের তরফে মৌখিক বিবৃতিতে বিভিন্ন মোবাইল সংস্থাগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 90 দিনের মধ্যে যেসব স্মার্টফোন বাজারে আসতে চলেছে সেইসব নতুন ফোনে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকেই ইন্সটল থাকতে হবে। ব্যবহারকারীরা চাইলেও এই অ্যাপ ডিলিট করতে পারবেন না। এক কথায়, আমজনতাকে ডিজিটাল প্রতারণার হাত থেকে বাঁচানো থেকে শুরু করে চুরি যাওয়া ফোন ট্র্যাক সহ একাধিক কালোবাজারি রুখতে এই বিশেষ অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Comment