সহেলি মিত্র, কলকাতাঃ কোচিন শিপইয়ার্ড থেকে আলাদা হয়ে গেল কলকাতা পোর্ট ট্রাস্ট (Port of Kolkata)। যদিও সকলের স্বার্থে বিশেষ করে ভারতের জাহাজ মেরামত খাতকে শক্তিশালী করার জন্য একসাথে কাজ চালিয়ে যাবে। যাইহোক, শুক্রবারই শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ঘোষণা করেছে যে তাঁদের সঙ্গে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পথচলা শেষ হয়েছে।
কোচিন শিপইয়ার্ড থেকে আলাদা হল কলকাতা পোর্ট ট্রাস্ট
জানা গিয়েছে, তাদের যৌথ উদ্যোগের অংশ হিসাবে, ৫.৯৪ কোটি টাকা ভাগাভাগি করে লাভ হিসাবে হস্তান্তর করা হয়েছে। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এসএমপিকে চেয়ারম্যান রথেন্দ্র রমন কোচিনে সিএসএলের জাহাজ মেরামত সুবিধা পরিদর্শনের সময় সিএসএল চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মধু নায়ারের কাছ থেকে চেকটি গ্রহণ করেন।
আরও পড়ুনঃ মুছে যাবে কিছু ব্যাঙ্ক, ২০২৬-এ হতে পারে বড়সড় মার্জিং! RBI-র সাথে কথা বলছে সরকার
ভবিষ্যতে বড় কিছু পরিকল্পনা
এই পরিমাণ অর্থ কোচিন-কলকাতা জাহাজ মেরামত ইউনিট (CKSRU) দ্বারা অর্জিত মুনাফার প্রতিনিধিত্ব করে, যা দুটি সংস্থার একটি যৌথ উদ্যোগ। রথেন্দ্র রমন বলেন, এই মুনাফা দেশীয় জাহাজ মেরামত সুবিধার বাণিজ্যিক ও কৌশলগত সম্ভাবনার উপর জোর দেয়। সেইসঙ্গে এটাও দেখায় যে বন্দর কর্তৃপক্ষ এবং শিপইয়ার্ডগুলির মধ্যে সহযোগিতা কীভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সমর্থন করতে পারে। তিনি আরও বলেন যে কলকাতা পোর্ট ট্রাস্ট কলকাতায় জাহাজ মেরামত কার্যক্রম আরও সম্প্রসারণ করতে আগ্রহী।
আরও পড়ুনঃ বছর শেষের আগেই অকাল মৃত্যু মোহনবাগানকে আইলিগ জেতানো ফুটবলারের
জানিয়ে রাখি, চলতি বছরই কলকাতা পোর্ট ট্রাস্ট ১৫৫তম প্রতিষ্ঠা দিবস পালন করে। ২০২০ সালে এই পোর্ট ট্রাস্টের নাম বদলে রাখা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। গুরুত্বপূর্ণ হলো যে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জীকে বিজেপি তাদের আদর্শগত পথপ্রদর্শক হিসেবে মনে করে। শ্যামা প্রসাদ মুখার্জীর জন্ম কলকাতায় ১৯০১ সালে হয়েছে। জানা যায় যে, কলকাতা পোর্ট ট্রাস্ট দেশের সবচেয়ে পুরোনো পোর্ট ট্রাস্ট। এটি ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা পোর্ট ট্রাস্টকে ‘গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া’ বলা হয়।