সৌভিক মুখার্জী, কলকাতা: তুমুল বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। কলকাতার ট্রেলার লঞ্চ হলেও সেই অনুষ্ঠানে ট্রেলার দেখানো হয়নি। এমনকি রাজ্যের একটিও সিনেমা হল মেলেনি এই ছবির জন্য। আর এহেন পরিস্থিতিতে বক্স অফিসে কেমন দাপট দেখালো এই ছবি?
HT-এর রিপোর্ট অনুযায়ী প্রথম দিনের হিসাব বলছে, দ্য বেঙ্গল ফাইলস গোটা ভারতবর্ষে ১.৬৩ কোটি টাকা আয় করেছে। সংখ্যাটা একেবারে হতাশাজনক না হলেও প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। তুলনা করলে দেখা যাচ্ছে, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রথম দিনেই ৩.৫৫ কোটি টাকা আয় করে ফেলেছিল, যা এর প্রায় দ্বিগুণ।
দর্শকরা কী বলছে?
এই ছবিটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে সবাই। একদল দর্শক বলছে, ২০২৫ সালের সবথেকে শক্তিশালী সিনেমা এটি। বিশেষ করে অ্যাকশনদের ভয়াবহতা তুলে ধরার জন্য। আবার অন্য এক শ্রেণি এটিকে ফাঁপা কাহিনী বলছে। ফলত একদিকে যেমন দর্শকরা আবেগ আর ইতিহাসে চাপা তীব্রতা অনুভব করছে, ঠিক অন্যদিকে বিতর্ক বাড়ছে।
তবে ছবির মুক্তি নিয়ে শুরু থেকেই ছিল জটিলতা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করছিল, পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে চাপ দিয়ে সিনেমাটি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজক এবং অভিনেত্রী পল্লবী জোশী রাষ্ট্রপতিকে খোলা চিঠি লিখি অভিযোগ তুলেছিলেন যে, কোনো সমস্যা না থাকলেও এখানে এই ছবিটির উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।
কোন কোন শহরে সবথেকে বেশি ভিড়?
প্রথমদিনের পরিসংখ্যান বলছে, দেশজুড়ে ছবির ধারাবাহিকতা খুব একটা চোখে পড়ার মতো ছিল না। চেন্নাই এই তালিকায় শীর্ষে, যেখানে গড়ে ৫৭.৫% আসন ভরেছে। তবে সন্ধ্যার শোতে তা বেড়ে ৭৩% দাঁড়িয়েছে। বেঙ্গালুরুতে হাউস্ফুল ছিল মোটামুটি ৩৭.৩%, বিশেষ করে সন্ধ্যার দিকে অর্ধেক আসন ভরেছে। অন্যদিকে লখনৌতে ২৮% এবং হায়দ্রাবাদে ২২% আসন ভর্তি হয়েছে। তবে মুম্বাই ও দিল্লিতে যেখানে ২০০ টির বেশি শো দেওয়া হয়েছে, সেখানে ভিড় চোখে পড়ার মতো ছিল না। মুম্বাইয়ে মাত্র ১৮.৩% এবং দিল্লিতে ২১% হাউসফুল গিয়েছে।
কারা অভিনয় করেছে?
উল্লেখ্য, এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছে মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন অনুপম খের এবং প্রযোজক অভিনেত্রী পল্লবী জোশী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, দর্শন কুমার, সিমরত কৌর, নমাশি চক্রবর্তী, পুনিত ঈসার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, রাজেশ খেরা, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস এবং মোহন কাপুরকে।
আরও পড়ুনঃ GST কমায় Nexon-র দাম কমছে ১.৫৫ লাখ! Punch-র কত? তালিকা দিল Tata
তবে প্রথম দিনের কালেকশন আশানুরূপ না হলেও এখন পরিচালকরা মুখিয়ে রয়েছে সামনের দিকে। দর্শক যদি ইতিবাচক প্রতিক্রিয়া দিতে থাকে, তাহলে আসন্ন দিনগুলোতে হয়তো ‘দ্য বেঙ্গল ফাইলস’ টেক্কা দিতে পারবে। তবে বিতর্কের মাঝে এই ছবির গতিপথ এখনো ঠিক বলা যাচ্ছে না।