ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কান্ড! ছুরি দিয়ে বন্ধুকে কোপ পড়ুয়ার

Dakshineswar Metro fight between two students

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবারের দুপুরে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro) প্রকাশ্য দিবালোকে এক ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালালো, তারই বন্ধু। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে।

আহত ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার দুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে হঠাৎ দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে। এরপর ধীরে ধীরে তা আকার নেয় সংঘর্ষের। মেট্রো যাত্রীদের একাংশের বক্তব্য, রাগ সংবরণ করতে না পেরে একে অপরের উপর হামলা চালায় ওই দুই যুবক। এরপরই হঠাৎ ছুরি বের করে একজন, তাঁকে ঠেকাতে গেলে ওই ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে প্রহার করে সে।

সূত্রের খবর, দুই সহপাঠীর সংঘর্ষে ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এক ছাত্র। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ ও দক্ষিণেশ্বর থানার পুলিশ। আপাতত যা খবর, প্রথমে আহত ছাত্রটিকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রক্তাক্ত ছাত্রটিকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অবশ্যই পড়ুন: ‘ভারত যদি বড় হয়ে যায় ওদের কী হবে!’ নাম না করে ট্রাম্পকে খোঁচা মোহন ভাগবতের

এদিকে, গোটা ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। এদিকে মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। যদিও, সহপাঠীকে ছুরি দিয়ে আঘাত করার পর স্টেশন থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত ছাত্রটি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই পলাতক যুবকের খোঁজ শুরু হয়েছে।

Leave a Comment