সৌভিক মুখার্জী, কলকাতা: 2026 পড়তে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তবে নতুন বছরের শুরুতে ভারতীয় অটোমোবাইল বাজারে টানটান উত্তেজনা। 2026 সালের জানুয়ারি মাসে একাধিক বড় বড় গাড়ি নির্মাতা সংস্থা তাদের নতুন মডেল লঞ্চ করতে চলেছে। যার মধ্যে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে জনপ্রিয় SUV রয়েছে। তবে আপনি যদি নতুন বছরে গাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আজকের তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ (Best Car in 2026)। কারণ, আমরা এমন ছয়টি গাড়ি সম্পর্কে কথা বলব, যেগুলি বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স দেবে এবং লুক নিয়ে কোনও কথা বলার অপেক্ষা রাখবে না।
Maruti Suzuki e-Vitara
মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি e-Vitara বহুদিন ধরেই অপেক্ষার তালিকায় রয়েছে। 2026 এর জানুয়ারি মাসে এই গাড়ির দাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই গাড়িতে 49 kWh ও 61 kWh দুটি ব্যাটারি অপশন দেওয়া রয়েছে, যেটি এক চার্জেই সর্বোচ্চ 543 কিলোমিটার রেঞ্জ দেবে। এই গাড়িটি সর্বোচ্চ 172 bhp পাওয়ার উৎপন্ন করতে পারে। এদিকে গাড়িটিতে রয়েছ ফ্রন্ট-হুইল ড্রাইভ ফিচার। পাশাপাশি Delta, Zeta এবং Alpha তিনটি ভেরিয়েন্টে গাড়িটি লঞ্চ হচ্ছে।
New Renault Duster
ভারতের জনপ্রিয় SUV Renault Duster এবার নতুন রূপে ফিরছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 26 জানুয়ারি এই গাড়িটি লঞ্চ করা হবে। আর এর প্রধান বৈশিষ্ট্য হল গাড়িটি CMF-B প্ল্যাটফর্মের উপরেই নির্মাণ করা হয়েছে। এমনকি সম্ভাব্য 1.3 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া রয়েছে। আর এই গাড়িটি 154 bhp পাওয়ার উৎপন্ন করতে পারে। এমনকি হাইব্রিড ভার্সনে আনার সম্ভাবনা রয়েছে গাড়িটি।
Skoda Kushaq Facelift
Skoda তাদের জনপ্রিয় Kushaq এর প্রথম বড় আপডেট আনতে চলেছে আগামী জানুয়ারি মাসেই। তবে নতুনত্ব হিসাবে গাড়িটিতে প্যানারমিক সানরুফ, 360 ডিগ্রি ক্যামেরা, লেভেল 2 ADAS সেফটি ফিচার দেওয়া রয়েছে। আর ইঞ্জিন রয়েছে আগের মতোই 1.0 লিটার TSI এবং 1.5 লিটার TSI পেট্রোল।
Mahindra XUV7XO
মাহিন্দ্রা তাদের জনপ্রিয় XUV7XO গাড়িকে এবার নতুন দাম এবং নতুন লুক নিয়ে আসছে। 5 জানুয়ারি লঞ্চ করা হবে XUV7XO। এই গাড়িটির ড্যাশবোর্ডে থ্রি-স্ক্রিন সেটআপ দেওয়া থাকবে, ম্যাসাজ ফ্রন্ট ফ্রন্ট সিট, 16 স্পিকার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং ভেন্টিলেটেড রিয়ার সিট দেওয়া রয়েছে। তবে আগের মতো ইঞ্জিন অপরিবর্তিত থাকছে। 2.0 লিটার পেট্রোল এবং 2.2 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে।
Nissan Gravite MPV
Nissan এবার তাদের প্রথম কম্প্যাক্ট 7-সিটার MPV Gravite গাড়ি বাজারে আনছে। আর এটি Renault Triber এর উপর ভিত্তি করে তৈরি হলেও লুক আর ইন্টেরিয়র সম্পূর্ণ আলাদা হবে। এই গাড়িটি জানুয়ারিতেই আসবে। আর এর দাম ঘোষণা হবে মার্চ মাসে। গাড়িটিতে 1.70 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যেটি 76 hp পাওয়ার এবং 95 Nm টর্ক উৎপন্ন করতে পারবে।
আরও পড়ুন: রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা! জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ১০
Tata Punch Facelift
টাটা মোটরসের অন্যতম গাড়ি Punch এবার নতুন ফেসলিফ্ট ভার্সন পেতে চলেছে। জানুয়ারি মাসে এই গাড়িটি লঞ্চ করা হবে। এই গাড়িটিতে বদল বলতে গেলে Punch EV এর মতো আধুনিক এক্সটেরিয়র ডিজাইন দেওয়া রয়েছে, আর নতুন লাইটিং সেটআপ যুক্ত হচ্ছে। পাশাপাশি আপডেটেড গ্রিল এবং আরও স্টাইলিশ ও আধুনিক লুক নিয়ে ফিরে আসছে এই গাড়ি।