ভরা পৌষে বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, কোথায় কোথায় হবে বৃষ্টি? আজকের আবহাওয়া

Weather Today

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা পৌষে বর্ষবরণের সময়ে বছরের শুরুর দিনেই রেকর্ড ঠাণ্ডা দিয়ে বাংলায় ধরা দিয়েছে শীত। তবে এবার তাপমাত্রা দক্ষিণে কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাস। আর তাঁর অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। টানা দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। তবে উল্টো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তাপমাত্রা কমার পাশাপাশি সেখানে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ অর্থাৎ শনিবার গোটা দিন জুড়ে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে সমস্ত জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া (Weather Today) বজায় থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ফিকে হবে শীত। ২ দিনের মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে কলকাতার তাপমাত্রা। আগামী দু’দিনে আরও বাড়বে গরম। অন্যদিকে পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে সেটা চিরস্থায়ী থাকবে না। দ্বিতীয় সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বাড়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকবে না। বহু জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূম এই সব জেলায় সকালের দিকে কুয়াশা বাড়বে। যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: সিজন টিকিট কাটা বন্ধ হল UTS-এ, নতুন RailOne অ্যাপ দিয়ে কীভাবে কাটবেন দেখুন

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের দাপট খানিক কমলেও উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। উল্টে কিছুদিন পর থেকেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এর ফলে পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামীকাল অর্থাৎ শনিবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment