বিক্রম ব্যানার্জী, কলকাতা: লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আর জায়গা নেই! জানা যাচ্ছে, লন্ডনের এই নামজাদা বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। আর সে কারণেই বিশেষত বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে তৈরি হয়েছে সমস্যা। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন করে আর কোনও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না তারা।
শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রেই কেন এমন কঠোর সিদ্ধান্ত?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট অনুযায়ী আসন্ন পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির কৌশল নতুন করে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
শুধু তাই নয়, নতুন নিয়ম অনুযায়ী, কোনও বিশ্ববিদ্যালয়ের গ্রিন কমপ্লায়েন্স স্ট্যাটাস ধরে রাখতে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ 5 শতাংশের মধ্যে রাখতে হবে বলেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ প্রসঙ্গে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস জানিয়েছেন, ভিসা প্রত্যাখ্যানের উচ্চ হারের কারণেই বিশেষত বাংলাদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। আসলে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রত্যাখ্যাত ভিসার 65 শতাংশ আবেদনকারীই ছিলেন বাংলাদেশি। ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য সে কথাই বলছে।
ডেভিস আরও বলেন, বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান হার বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমপ্লায়েন্স অবস্থান ঝুঁকির মুখে পড়েছে। মূলত সে কারণেই 5 শতাংশ প্রত্যাখ্যান হার সীমা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের নতুন আবেদন গ্রহণ করবে না।
অবশ্যই পড়ুন: খরচ মাত্র ৭ হাজার টাকা! এয়ার প্লেন বানিয়ে দৃষ্টান্ত তৈরি করল বিহারের বিস্ময় বালক
উল্লেখ্য, শুধুই যে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশিদের ভর্তি বন্ধ করেছে তেমনটা নয়। রিপোর্ট অনুযায়ী, ইউনিভার্সিটি অফ সানডারল্যান্ডও ইরান, ইরাক, সরিয়ে, ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশ থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি স্থগিত রেখেছে। বন্ধ হয়েছে গ্লাসগো ক্যালেডিনিয়াম ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিও। তবে এসবের মাঝেই লন্ডন ইউনিভারসিটির এমন সিদ্ধান্তে বেকায়দায় পড়ে গিয়েছেন বাংলাদেশিরা।