ভাইফোঁটার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, পুড়ে ছারখার আমহার্স্ট স্ট্রিট এলাকার প্রিন্টিং প্রেস

Kolkata Fire

সৌভিক মুখার্জী, কলকাতা: ভাইফোঁটার সকালেই খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। পুড়ে ছারখার হয়ে গেল আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেস। সূত্র মারফৎ খবর, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন নেমেই আগুন নেভানোর কাজ করেছে। এমনকি বিধ্বংসী আগুনের জেরে গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায় ও আশেপাশের বেশ কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের তৎপরতার সঙ্গে কাজ করতে হয়েছে বলে খবর।

কীভাবে এই আগুনের সূত্রপাত?

জানা যাচ্ছে, স্থানীয় মানুষজন আজ সকালে ওই প্রিন্টিং প্রেস থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখে। সঙ্গে সঙ্গেই দমকল কর্মী এবং স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তবে এলাকাটা এতটাই ঘিঞ্জি যে দমকল কর্মীদের ঢুকতে ঢুকতেই অনেকটা সময় চলে যায়। যার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। যদিও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

আরও পড়ুনঃ উচ্চস্বরে মাইক বাজানোর জন্য চাপ, দাবি না মানায় সোনারপুরে যুবককে কুপিয়ে খুন প্রতিবেশীর

প্রসঙ্গত জানিয়ে রাখি, ওই অফিসটি প্রিন্টিং প্রেস হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ ছিল। আর সে কারণেই মুহূর্তের মধ্যে আগুন ভয়ংকর রূপ নেয়। এমনকি কালো ধোঁয়ায় কার্যত চারপাশ ঢেকে যায়। আর পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, গ্যাস মাস্ক পড়ে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে হাত লাগাতে হয়। সূত্র মারফৎ খবর, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য যতটা সম্ভব চেষ্টা করেছে দমকল কর্মীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। পাশাপাশি স্থানীয় মানুষজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment