বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাইকে বড় মাপের ক্রিকেটার করে তোলার জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন তিনি। পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে নিজের স্বপ্নগুলোকে বাক্সবন্দী করে রেখে ছোট ভাই যশস্বী জয়সওয়ালকে বড় প্লেয়ার বানানোর পণ করেছিলেন দাদা। সে জন্য সেলসম্যানের কাজও করতে হয়েছিল দাদা তেজস্বীকে (Yashasvi Jaiswal Brother Story)। তবে এখন ভাইকে নিয়ে আর চিন্তা করতে হয় না। সে বর্তমানে ভারতীয় দলের অন্যতম মুখ। কিন্তু বিপুল জনপ্রিয়তা গায়ে মাখলেও দাদার অবদান মোটেই ভোলেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার। যে দাদা তাঁর স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন জলে ভাসিয়েছিল এবার সেই দাদাকেই ব্যাটিং শেখাচ্ছেন ভাই যশস্বী।
দাদার স্বপ্ন পূরণ করবেন যশস্বী
পরিবারের আর্থিক অনটন দেখে নিজের মনের ইচ্ছেটাকে দূরে সরিয়ে রেখে ভাইয়ের জন্য ভেবেছিলেন তেজস্বী। শুধু একটা সেলসম্যানের চাকরি নিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর দিল্লি। সেখানেই গায়ে-গতরে খেটে যা রোজগার হতো তার একটা বড় অংশ যেত ভাইয়ের খেলাধুলায়। বাকি অংশের কিছু টাকা নিজের হাত খরচের জন্য রেখে বাকিটা সংসারের প্রয়োজন পূরণে ব্যয় করতেন তেজস্বী। তবে বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন হারালেও ক্রিকেটকে ছাড়তে পারেননি ভারতীয় তারকার দাদা।
গত 6 ডিসেম্বর ত্রিপুরায় সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত অর্ধশতান করেন তেজস্বী। আর তারপরেই পুরনো সেই স্বপ্ন যেন আবারও মনে চাগাড় দিয়ে উঠেছে জয়সওয়ালের। আর সেই স্বপ্নতে শান দিতে দাদাকে পুরোপুরি সাহায্য করছেন ভারতীয় দলের দক্ষ ওপেনার যশস্বী। সম্প্রতি ক্যামেরার মুখোমুখি হয়ে তেজস্বী জানিয়েছিলেন, এখন সময় পেলে মাঝেমধ্যেই তাঁকে ব্যাটিং শেখায় ভাই যশস্বী। অনুশীলনের মাঝেই ভাই বলে, কখনও হার মানা যাবে না। শেষ পর্যন্ত লড়াই করতে হবে। সব সময় পজিটিভ থাকতে হবে।
এক সাক্ষাৎকারে নিজের লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে তেজস্বী একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, চাকরি পেয়েছিলেন ঠিকই তবে পুরোপুরি সেই কাজে মনোনিবেশ করতে পারতেন না তিনি। ধীরে ধীরে সেটাকে নিজের ভবিষ্যৎ হিসেবে দেখতে শুরু করেন ভারতীয় তারকার দাদা। জয়সওয়ালের কথায়, “প্রথমদিকে কাজে মনোনিবেশ করতে না পারলেও ধীরে ধীরে এটাকেই ভবিষ্যৎ হিসেবে মেনে নিয়েছিলাম। তবে আশা ছিল ভাই একদিন বড় কিছু করতে পারলে আবার আমার ভাগ্যের চাকা ঘুরবে। ফের হয়তো ক্রিকেটার হয়ে উঠতে পারব।”
অবশ্যই পড়ুন: হারবে শাহরুখের দল! KKR-র নজরে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ছো মারতে পারে CSK
এদিন তেজস্বী এও জানান, “নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর ভাই আমাকে প্রচন্ড সাহায্য করেছে। এটা হবে আগে কখনও এভাবে ভাবতে পারিনি। ওর জন্যই আমি আজ আবার নতুন করে ক্রিকেট খেলতে পারছি। ও আমার সবকিছু।”তেজস্বীর কথায়, “ভাই ভারতীয় দলের প্লেয়ার। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি। কীভাবে ব্যাট করা উচিত ভাই আমাকে শেখায়। ও আমাকে সবসময় বোঝায় পরিস্থিতি যাই হোক ভেঙে পড়লে চলবে না। ভাই আমার স্বপ্ন পূরণের শক্তি।”