ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কারা করল ষড়যন্ত্র? জানালেন নিজেই

সহেলি মিত্র, কলকাতা: এক ‘ঘনিষ্ঠ মুহূর্ত’-এর ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় সমগ্র বঙ্গ রাজনৈতিক মহল। দাবি করা হচ্ছে, ভিডিওতে নাকি দিলীপ ঘোষ রয়েছেন। এমনিতে দিলীপ ঘোষ হলেন রাজনৈতিক দুনিয়ার একজন পোড় খাওয়া নেতা। তাঁর নেতৃত্বে বঙ্গ বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছে। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের পর থেকে তাঁকে যেন কোণঠাসা করা হয়েছে। যাইহোক, বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে একটি অন্তরঙ্গ ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, এই ভিডিওতে দিলীপ ঘোষ রয়েছেন। এদিকে এই ভিডিও প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বঙ্গ বিজেপি নেতা। আর এবারে তিনি যা বললেন তা আরও বিস্ফোরক।

 ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

কেউ কেউ বলছেন ভিডিওটি ফেক। আবার কেউ কেউ দাবি করছেন এটি তিনিই। এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ভিডিওটি প্রসঙ্গে শুনেছি। দেখেছি। দলের একাংশ ষড়যন্ত্র করেছে। এরা যে কত নিচে নামতে পারে, তার এটাই প্রমাণ। এটা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়েনি।”

দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ!

এই ভিডিওর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ। দিলীপ ঘোষ নাম না করে দলের লোকেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। যাইহোক, বিগত বেশ কিছু সময় ধরে শিরোনামে রয়েছেন দিলীপবাবু। দলীয় কোনও কর্মসূচিতে ডাকা হয় না তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের একের পর এক সভায় দেখাও যায় না তাঁকে। এই নিয়ে অভিমানও কিন্তু কম নেই। প্রায়শই এই নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। যাইহোক,  দিলীপ ঘোষ রাজ্য বিজেপির একজন প্রবীণ নেতা এবং তিনি জাতীয় সহ-সভাপতি এবং রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে, ২০১৯ সালে বিজেপি রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি জিতেছিল।

আরও পড়ুনঃ গেরুয়া গেঞ্জি পরিহিত ওটা কে! ঘোষবাবুর কুকীর্তির ভাইরাল ভিডিও, শোরগোল বাংলায়

তিনি এর আগে ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ এবং ২০১৬ সালে খড়গপুর সদর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। যদিও ২০২৪-এর লোকসভা ভোটে তাঁর হার হয়। এরপর জল্পনা শুরু হয় যে তাহলে কি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Leave a Comment