“ভাগ্নীকে এখন বান্ধবী..এতদিনে পুরুষ হতে পেরেছেন”, পার্থকে অভিনন্দন বৈশাখীর

Baisakhi Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োেগ দুর্নীতি মামলায় ২০২২ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই মামলায় শেষপর্যন্ত সাড়ে তিন বছর পর গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর তারপরেই একের পর এক নজরকাড়া কর্মকাণ্ড করে চলেছেন তিনি। গতকাল অর্থাৎ বুধবারই বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশে লিখেছেন খোলা চিঠি। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের বিষয়ে একের পর এক মন্তব্য করছেন পার্থ। এমতাবস্থায় পার্থ অর্পিতার সম্পর্কের প্রসঙ্গ উঠতেই সরাসরি শোভন বৈশাখীকে নিশানা করলেন পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা জবাব বৈশাখীর (Baisakhi Banerjee)।

কী বলছেন পার্থ চট্টোপাধ্যায়?

ঘনিষ্ঠ বান্ধবী থাকার কারণে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার সেই কটাক্ষের জবাবের জন্য পার্থ নিশানা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন। যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।” এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

পার্থ প্রসঙ্গে বিস্ফোরক বৈশাখী

কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এককথায় বলা যায়, তাঁরা এখন সক্রিয় রাজনীতিবিদ, এমতাবস্থায় জেল থেকে ছাড়া পেয়েই পার্থ চট্টোপাধ্যায় যেভাবে তাঁদের দুজনকে নিশানা করেছেন, সেটা মোটেই ভালোভাবে মেনে নেননি বৈশাখী। তাই এদিন এক সংবাদমাধ্যমকে বৈশাখী বললেন, “শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। পার্থক্য আছে।” এছাড়াও বৈশাখী আরও বলেন যে, “পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে এতদিনে যে পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সেজন্য তাঁর সাধুবাদ প্রাপ্য। উনি জেল থেকে বেরিয়ে এসে নিজেকে সৎ বলছেন। মামা-ভাগ্নীকে এখন বান্ধবী বলে পরিচয় দিচ্ছেন এটা ভাল লাগছে জেনে। এলআইসি ফর্মে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন।”

আরও পড়ুন: “ছাব্বিশে তৃণমূলের পাপের সাম্রাজ্যের বিসর্জন নিশ্চিত…” অভিষেককে টার্গেট করে চরম কটাক্ষ সুকান্তর

অপা, ইচ্ছেডানা নিয়ে বিস্ফোরক বৈশাখী

নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন আসলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে বিস্তর জলঘোলা হয়ে আসছে। তাঁদের সম্পর্ক নিয়েও বিস্তর আলোচনা এখনও চলছে। আর এই আবহে পার্থের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “বেঁচে থাকাকালীনই পার্থ-অর্পিতার সম্পর্ক ছিল। অপা, ইচ্ছেডানা এইগুলো তৈরির সালগুলি দেখলে বোঝা যাবে ওঁর স্ত্রী বেঁচে ছিলেন নাকি ছিলেন না। সেই সময় ভয়ে মামা বলে পরিচয় দিয়েছেন। আজকে খোলস ছেড়ে বেরিয়েছে। তাই ওঁর এত স্বাধীন মনোভাবের জন্য সংগ্রামী অভিনন্দন।”

Leave a Comment