ভাঙা কাঁধ নিয়েই ওভালে ভারতের বিরুদ্ধে লড়ার কারণ জানালেন ক্রিস ওকস!

Chris Woakes Opens Up About India Vs England Oval Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডে কার্যত ভাঙা পা নিয়েই দলকে সঙ্গ দিতে নেমেছিলেন ঋষভ পন্থ। সেই একই পথ ধরে ওভাল টেস্টে কাঁধে চোট থাকা সত্ত্বেও ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন তারকা ক্রিকেটার ক্রিস ওকস। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সমর্থকরা।

উঠে দাঁড়িয়ে ইংলিশ তারকাকে স্বাগত জানান তাঁরা। সেই আসরে শূন্য নিয়ে ফিরতে হলেও ওকসের দলের প্রতি দায়িত্ববোধ ও সাহসিকতাকে প্রশংসা ছুড়ে দিয়েছেন অনেকেই। অবশেষে ওভাল টেস্টের পর সম্প্রতি ভাঙা কাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামার কারণ জানালেন ইংলিশ পেসার!

কেন কাঁধে চোট নিয়ে মাঠে নেমেছিলেন ইংলিশ তারকা?

ওভাল টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর 6 রানে জয় পেয়েছে ভারতীয় দল। কাজেই ভারতের কাছে পরাস্ত হওয়ার পর বেশ কিছুদিন কাটিয়ে অবশেষে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওভার টেস্ট নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড তারকা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইংলিশ পেসার ক্রিস ওকস বলেন, আমি সেদিন কোডিন খেয়েছিলাম। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও আমি ঠিকভাবে দৌড়ানোর চেষ্টা করছিলাম। তবে চোট নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলাম।

একটা সময়ে এসে আমি হেলমেট খুলে ফেলি। তবে যন্ত্রণার মধ্যেও মাঠে নেমে দলকে জেতাতে পারিনি! যে ঘটনা আমাকে সত্যিই খুব হতাশ করেছে। ওকস আরও বলেন, সেদিন আমার এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে মাঠে না নামলেই ভাল। শুধু তাই নয় যদি 100 রানেরও প্রয়োজন পড়ত, আমি তাও মাঠে নামতাম। দর্শকরা যে ভালবাসা দেখিয়েছেন তাতে আমি সত্যিই খুব খুশি।

অবশ্যই পড়ুন: ভারতের উপর ট্যারিফ বোমা, ওদিকে আসিম মুনিরকে আমন্ত্রণ! কী ফন্দি আমেরিকার?

সব শেষে, ইংল্যান্ড তারকা বলেন, আমার জায়গায় যদি সেদিন অন্য কেউ থাকতো, সেও দলের জন্য মাঠে নামত। সব মিলিয়ে, এদিন ওকস বুঝিয়ে দিয়েছিলেন, চোট যন্ত্রণার আগে দলের মর্যাদা। আসলে দলের প্রতি দায়িত্ববোধ থেকেই চোট নিয়েও মাঠে নেমেছিলেন তিনি, সে কথা এক প্রকার স্পষ্ট ক্রিস ওকসের বক্তব্যে।

Leave a Comment