প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুরবাসীদের জন্য এবার বিরাট সুখবর ! যাত্রাপথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলতে আজ থেকেই চালু হচ্ছে দুটি ইলেকট্রিক বাস (Durgapur Electric Bus)। নয়া উদ্যোগ SBSTC-র। স্টিল সিটির নানা প্রান্তে ছুটবে সরকারি ইলেক্ট্রিক বাস। আশা করা যাচ্ছে পরিবেশবান্ধব বাতানুকূল এই বাস শহরবাসীর যাত্রা পথকে ভবিষ্যতে আরও স্বাচ্ছন্দ এবং উন্নতমানের করে তুলবে।
চালু হচ্ছে দুটি ইলেকট্রিক বাস
বিগত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল যে শিল্পাঞ্চল শহর দুর্গাপুরের বুকে পরিবেশবান্ধব AC বাস আনা হবে। দীর্ঘ আলোচনা এবং একের পর এক বৈঠকের পর অবশেষে সেই সিদ্ধান্তে সবুজ সংকেত মিলল। আজ অর্থাৎ রাখি পূর্ণিমার দিন থেকেই দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন সংস্থা অর্থাৎ SBSTC-র তরফে চালু হচ্ছে দুটি ইলেকট্রিক বাস। প্রাথমিক ভাবে দুটি ইলেকট্রিক বাস দিয়ে যাত্রা শুরু হবে শহরবাসীর জন্য। থাকবে মোট ৩৪ টি সিট রয়েছে। জানা গিয়েছে এইমুহুর্তে দুটি বাস চললেও আসানসোল-দুর্গাপুরে টাউন সার্ভিস চালু করার জন্য এসবিএসটি মোট সাতটি ইলেক্ট্রিক বাস নামাতে চলেছে।
কত ভাড়া পড়বে?
রুট ও ভাড়ার বিষয়টি নিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে যে, খুব কম দামে বাসের ভাড়া রাখা হবে যাত্রীদের জন্য। বাসের ভাড়া শুরু হবে ২০ টাকা থেকে। জানা গিয়েছে, এই বাস সংযুক্ত করবে দুর্গাপুর স্টেশন থেকে সিটিসেন্টার, স্টিল টাউনশিপকে। শহরের নানা প্রান্তে চলবে এই বাস। এসবিএসটিসি সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, প্রথম পর্যায়ে দুর্গাপুর-আসানসোল রুটে ১৫টি সিএনজি বাস ও ২টি ইলেকট্রিক বাস চালু করা হবে। এখন দেখার এই টাউন সার্ভিস বড় আকারের ইলেকট্রিক বাস কতটা সাড়া ফেলবে দক্ষিণবঙ্গের এই আধুনিক শহরে।
আরও পড়ুন: ফুলল কপাল, ভাঙল শাঁখা! নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত অভয়ার মা
এদিকে দুর্গাপুরে ইলেকট্রিক বাস চালু হওয়া নিয়ে সেখানকার সাব ডিভিশনাল মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক চট্টোপাধ্যয় বেশ ক্ষুব্ধ। তিনি বলেন, এমনিতেই টোটোর দাপটে মিনিবাস পরিষেবার বেহাল দশা দেখা গিয়েছে। তার উপর যাত্রীসাথী অ্যাপ ব্যবহার করে যাত্রীরা অটো ধরে চলে যাচ্ছেন। এতে আমাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় সরকারি সংস্থা যদি আরও টাউন সার্ভিস চালু করে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।