বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে কটাক্ষ করতে গিয়ে এবার নিজেই বেইজ্জত হলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)! সম্প্রতি, এশিয়া কাপে পাকিস্তানিদের সাথে ভারতীয় প্লেয়ারদের হাত না মেলানোর বিষয় নিয়ে মুখ খুলেছিলেন পাক ক্রিকেটার আফ্রিদি। তাঁর খুব স্পষ্ট বক্তব্য, “সীমান্তের ওপারের মানুষরা স্পোর্টসম্যানশিপ স্পিরিট বা সৌজন্যতা দেখায়নি। তবে আমাদের কাজ ক্রিকেট খেলা। এর বাইরে অন্য কিছু ভাবতে পারিনা!” পাকিস্তানি ক্রিকেটারের এমন বক্তব্যের পর এবার তাঁকে তাঁর ভুল বুঝিয়ে দিলেন নেট পাড়ার মানুষজনই।
ভারতকে কটাক্ষ করতে গিয়ে নিজেই বেইজ্জত হলেন আফ্রিদি?
গত বছর এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় প্লেয়াররা। তাতে অবশ্য গোষা হয় পাকিস্তান। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছেও নালিশ জানায় তারা। সেই সাথে নিজেদের পুরনো অভ্যাস থেকে ক্রমাগত ভারতবিরোধী মন্তব্য করতে থাকেন পশ্চিমের দেশের মানুষ জন। সেসব অবশ্য খালি চোখে দেখতে পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি!
অবশ্যই পড়ুন: স্বপ্ন পূরণের পথে কলকাতা মেট্রো, জোকা-এসপ্ল্যানেড লাইনে বড় কাজ সারল TBM দুর্গা
ঝুট ঝামেলা, বিতর্ক কেটে যাওয়ার পর এবার এশিয়া কাপে করমর্দন নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি এশিয়া কাপে দুই দলের করমর্দন না হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি জানিয়েছেন, “সীমান্তের ওপারের মানুষরা স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখায়নি। তবে আমাদের কাজ ক্রিকেট খেলে যাওয়া। ক্রিকেটের বাইরে আমরা অন্য কিছু ভাবি না। আমরা মাঠেই জবাব দেওয়ার চেষ্টা করি।”
একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে, গতবছর এশিয়া কাপের মঞ্চে বুক ফুলিয়ে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সলমান আলি আঘারা যতবার ভারতের মুখোমুখি হয়েছেন ততবারই পরাজয় নিয়ে ফিরতে হয়েছে তাঁদের। এশিয়া কাপে তিনবার ভারতের সামনে দাঁড়িয়ে একবারও জিততে পারেনি পশ্চিমের দেশ। শেষ পর্যন্ত ফাইনালটাও পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। সেসব বোধহয় ভুলে গিয়েছেন আফ্রিদি।
অবশ্যই পড়ুন: I-PAC প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরোলেন মমতা, কী আছে তাতে?
পাকিস্তানি ক্রিকেটারের আত্মবিশ্বাসী বক্তব্যের পরই ক্ষেপে যান নেট দুনিয়ার মানুষজন। শাহিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেট নাগরিকদের অনেকেই বলতে থাকেন, “অপয়া ব্যক্তির মুখে এসব কথা মানায় না।” কেউ লেখেন, “নিজেরা হেরে বসে আছে আবার মুখে বড় বড় কথা।” একটা সংখ্যক নেট নাগরিকের দাবি, “পাকিস্তানের প্লেয়াররা আসলে ফাঁকা কলসির মতোই। যা বাজে বেশি…” সব মিলিয়ে, ভারতকে কটাক্ষ করতে গিয়ে নিজেই একেবারে হাসির খোরাক হয়ে উঠলেন আফ্রিদি।
Hey everyone, heard some buzz about 6gbetcasino and decided to give it a try. It’s got a slick interface and a ton of different games to choose from. Had a good time so far. You can find them here: 6gbetcasino!