ভারতকে ছাপিয়ে সস্তায় টেলিকম পরিষেবা দিচ্ছে বাংলাদেশ! তালিকায় আরও এক রাষ্ট্র

Telecom Service

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে 1GB ডেটা এক কাপ চায়ের দামের থেকেও কম! না, এ কথা আমরা বলছি না, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। এতদিন যাবৎ ভারতকে সবথেকে সস্তার টেলিকম পরিষেবা (Telecom Service) প্রদানকারী দেশগুলির মধ্যে একটি ভাবা হত। তবে এবার ভারত সেই তালিকা থেকে ছিটকে গেল। কারণ, বাংলাদেশ ও মিশরে বেস প্ল্যানের দাম ভারতের তুলনায় অনেকটাই কম।

সম্প্রতি আইসিআইসিআই সিকিউরিটিজের একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। আর সে অনুসারে, ভারতের টেলিকম কোম্পানিগুলি বেস প্ল্যানের মধ্যেই সীমাহীন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিয়ে থাকে। তবে বাংলাদেশ সেখানে মাত্র 100 মিনিট ও মিশরে মাত্র 70 মিনিট কলিং এর সুবিধা দিচ্ছে। তবে প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দামের দিক থেকে ভারত আর সস্তার পরিষেবা দিতে পারছে না।

ডেটার দিক থেকে সস্তা ভারত

তবে হ্যাঁ, ভারতে ডেটা অনেকটাই সস্তা। কারণ, এখানে আপনি 100 টাকা অতিরিক্ত দিলে 26GB ডেটা পাবেন। অর্থাৎ, 1GB ডেটার দাম মাত্র 4 টাকা। এর ফলে ডেটার দিক থেকে ভারত বিশ্বের সবথেকে সস্তা দেশগুলির মধ্যেই একটি। তবে ইন্দোনেশিয়া একমাত্র দেশ, যেখানে বেস প্ল্যান ভারতের মতোই। অন্যান্য দেশে বেস প্ল্যানের দাম ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ। রিপোর্ট অনুযায়ী, ভারতের টেলিকম খরচ সবথেকে সস্তা। এমনকি চিনের তুলনায় ভারতের বেস প্ল্যানের দাম প্রায় 21 শতাংশ কম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই মোবাইল কংগ্রেস 2025 এর ভাষণে সাশ্রয়ী মূল্যের ডেটা পরিষেবার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ভারতে 1GB ডেটা এক কাপ চায়ের দামের থেকেও কমে পাওয়া যায়। এমনকি তিনি আরও বলেছিলেন যে, 2G থেকে মুক্ত দেওয়ার জন্য দেশের প্রতিটি কোনায় কোনায় এবার 5G কভারেজ করা হয়েছে। আর 2014 সাল থেকে মোবাইল ফোন উৎপাদন 28 গুণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ চাল বোঝাই ট্রাক গিয়ে ধাক্কা মারল ট্রেনে, ইঞ্জিন উল্টে প্রাণ গেল একজনের!

বেড়েছে ব্যবহারকারীদের আয়

এদিকে 2019 থেকে 2025 সালের মধ্যে ভারতীয় টেলিকম ব্যবহারকারীদের আয় 13.5% বেড়েছে। এমনকি রিপোর্টে বলা হচ্ছে, গত 10 বছরে বার্ষিক বৃদ্ধি ছিল মাত্র 3.4 শতাংশ, যা মুদ্রাস্ফীতির থেকেও কম। আর প্রতিবেদনে স্পষ্ট দেখানো হচ্ছে, ভারত মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। কিন্তু পরিষেবার দিক থেকে এখনও পর্যন্ত এগিয়ে। এদিকে ভারত স্বল্প খরচেই ডেটা ও কলিং এর ক্ষেত্রে গ্রাহকদের সবথেকে বেশি সুবিধা প্রদান করে।

Leave a Comment