বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে দায়িত্ব বাড়তে চলেছে তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের। ইডেন টেস্টে আচমকা অধিনায়ক শুভমন গিল চোট পাওয়ার পরই মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন পন্থ। আগামী 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় অর্থাৎ শেষ টেস্ট। এদিকে চোটের পর গিলের শারীরিক অবস্থা যা তাতে গুয়াহাটি টেস্টে তাঁর উপস্থিতি আপাতত প্রশ্নের মুখে। আর ঠিক সেই আবহে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নাকি ঋষভকে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকতে বলেছে। এও শোনা যাচ্ছে, প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন পন্থ (India New ODI Captain)।
দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন পন্থ
ইডেনে ম্যাচ চলাকালীন মাত্র 3 বল খেলেই ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়েন শুভমন। পরবর্তীতে স্টেডিয়াম থেকেই অ্যাম্বুলেন্সে করে ভারতীয় দলের অধিনায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে খেলোয়াড়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে তাঁর চোট নিয়ে এখনও পর্যন্ত কোনও নতুন আপডেট মেলেনি। ফলে দ্বিতীয় টেস্টে গিল খেলবেন কিনা তা নিয়ে সংশয় ক্রমশ জোরালো হচ্ছে। এমতাবস্থায়, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য পন্থকে তৈরি থাকতে বলল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। এর থেকে বোঝাই যায়, দ্বিতীয় টেস্টেও নামতে পারবেন না শুভমন!
অবশ্যই পড়ুন: পারেননি বাকিরা! এশিয়া কাপ রাইজিং স্টারের মঞ্চে বিরাট কান্ড ঘটালেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
ওয়ানডে দলেরও অধিনায়ক হবেন পন্থ?
চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সফর শেষ করে ওয়ানডে সিরিজের আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে টিম ইন্ডিয়া। সম্প্রতি এশিয়া কাপে চোটের পর দীর্ঘদিন জাতীয় দল থেকে বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া। অনুশীলনে ফিরলেও আসন্ন একদিনের সিরিজে তাঁকে খুব সম্ভবত পাওয়া যাবে না। এদিকে, অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। যার কারণে আইসিইউতেও থাকতে হয়েছিল ভারতীয় তারকাকে। যদিও এই মুহূর্তে খেলোয়াড়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকেও নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। এছাড়াও, বিশ্রামে রাখা হতে পারে জসপ্রীত বুমরাহকেও।
এমতাবস্থায়, সম্প্রতি চোট থেকে ফেরা ঋষভের উপরেই দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের দায়িত্বভার দেওয়া হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। বেশ কয়েকটি সূত্রের দাবি, পন্থ যদি অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট কোনও ক্রমে উত্তরে দিতে পারেন সেক্ষেত্রে আসন্ন ওয়ানডে সিরিজে গিলের বিকল্প হিসেবে তাঁকেই ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। সেক্ষেত্রে পন্থের অধীনেই খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। যদিও মাঝে শোনা যাচ্ছিল, গিল যদি ফিট হয়ে উঠতে না পারেন তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের ওয়ানডে দলের অধিনায়ক হবেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত সেটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।