ভারতীয় কূটনীতিকদের সাথে গোপনে বৈঠক সেরেছেন জামাত প্রধান? মুখ খুললেন শফিকুর

Bangladesh Jamaat-e-Islami leader Denise secret meeting with Indians

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় কূটনীতিবিদদের সাথে গোপনে বৈঠক সেরেছেন বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির (Jamaat-e-Islami) প্রধান শফিকুর রহমান! সম্প্রতি এমন খবরেই শোরগোল পড়ে গিয়েছিল নানা মহলে। এবার তা নিয়েই মুখ খুললেন জামাত প্রধান। সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে জামাত-ই-ইসলামির প্রধান মুখ শফিকুর একেবারে খোলাখুলি জানিয়েছেন, এই ধরনের খবর সম্পূর্ণ অসত্য। অসুস্থতার সময় তিনি দুই ভারতীয় কূটনীতিকের সঙ্গে কথা বলেছিলেন তবে সেটা ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার।

ঠিক কী জানিয়েছেন জামাত প্রধান?

বিগত দিনগুলিতে যেভাবে জল্পনা ছড়িয়ে পড়েছিল তাতে চুপ করে বসে থাকতে পারেননি বাংলাদেশের মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত জামাতের প্রধান মুখ শফিকুর। দীর্ঘ জল্পনার মুখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, অসুস্থতার সময় চিকিৎসা শেষ করে দেশে ফেরার পর তিনি ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন। তবে সেই সব বৈঠকে কোনও রকম তথ্য বিনিময় হয়নি।

অবশ্যই পড়ুন: পড়ুয়াদের মাসে ২০০০ টাকা স্কলারশিপ, মহিলাদের ৩০০০! নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের

শফিকুরের কথায়, “আমি তাঁদের বলেছিলাম কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলি আমরা প্রকাশ করে থাকি। এবারেও সেটাই করা হোক। তবে তারা প্রচার করতে দেননি। প্রচার না করার অনুরোধ করেছিলেন। তাতে আমরা সহমত পোষণ করি। এতে গোপনীয়তার কিছু নেই।”

বলাই বাহুল্য, সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বেশ কিছু তথ্য দিয়েছিলেন শফিকুর। দুই ভারতীয় কূটনীতিককে নিয়ে সেই তথ্যের পর থেকেই জল্পনা বাড়ে গোপনে ভারতীয় কূটনীতিবিদদের সাথে বৈঠক সারছেন বাংলাদেশের জামাত প্রধান। যদিও এ নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেনি নয়া দিল্লি।

অবশ্যই পড়ুন: ২০২৬ এ বড় চমক দিল BCCI! নতুন কোচ পাচ্ছে ভারতীয় দল

তবে জামাত যে ভারতের হাত ধরে কোনও সাহায্য পাওয়ার চেষ্টা করছে না সেটাই একেবারে স্পষ্ট করে দিলেন শফিকুর। শুধু তাই নয়, বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমকে ভুল খবর ছাপানোর জন্য একপ্রকার নিশানা করেন তিনি। জামাত প্রধানের কথায়, “আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে আমাদের গোপন বৈঠক নিয়ে ভুল সংবাদ পরিবেশন করেছে। এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর খবর না ছাপানো হয় তার অনুরোধ করি!”

Leave a Comment