ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল দুটি ট্রলার, আটক ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী

সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের আরও একটি ঘটনা সামনে এসেছে। ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং মাছ ধরার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি বাংলাদেশি ট্রলার আটক করেছে। আর এই অভিযানে ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবিকে (Bangladesh Fishermens) গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ভারতীয় জলসীমা অতিক্রম বহু বাংলাদেশী মৎস্যজীবীর

সূত্রের খবর, মঙ্গলবার নিয়মিত টহল দেওয়ার সময় বঙ্গোপসাগরে দুটি সন্দেহজনক ট্রলার দেখতে পায় উপকূলরক্ষী বাহিনী। তদন্তে জানা গেছে যে দুটি ট্রলারই আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল। এরপরেই অ্যাকশন মুডে দেখা যায় উপকূলরক্ষী বাহিনীকে। দ্রুত পদক্ষেপ নিয়ে, উপকূলরক্ষী বাহিনী দুটি ট্রলার আটক করে, এই দুটি ট্রলারের নাম সাবিনা-১ এবং রূপসি সুলতানা। সাবিনা-১ ট্রলারে ১১ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিল, আর রূপসি সুলতানা ট্রলারে ২৪ জন।

আটক অনেক মৎস্যজীবী

বুধবার, কোস্টগার্ড আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসে এবং ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে পুলিশের হাতে তুলে দেয়। অননুমোদিত প্রবেশের অভিযোগে পুলিশ ৩৫ জন জেলেকে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার সকলকে কাকদ্বীপ আদালতে হাজির করা হবে।

আরও পড়ুনঃ বাংলা জুড়ে সোনার খনি, বদলে যাবে ভারতের চিত্র! কোথায় কোথায় মিলল হলুদ ধাতুর সন্ধান?

অন্যদিকে, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় জলসীমায় প্রবেশ করে এবং কাকদ্বীপের জেলেদের বহনকারী একটি ট্রলারকে ধাক্কা দেয়। এই ঘটনায় ১১ জেলে বেঁচে যান, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়া ট্রলারটি কাকদ্বীপের মায়ানপাড়া ডকে টেনে তোলা হয়। ট্রলারটি জল থেকে বের করে আনার পর ইঞ্জিন রুমের ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়

1 thought on “ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল দুটি ট্রলার, আটক ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী”

Leave a Comment