বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতীয় জলসীমায় বাংলাদেশী নৌসেনার বাড়বাড়ন্ত! জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে ভারতের সীমানায় ঢুকে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের ট্রলারে বড়সড় হামলা (Bangladesh Navy Attack) চালিয়েছে ওপার বাংলার নৌসেনার একটি জাহাজ। রবিবারের এই হামলায় সমুদ্রে ডুবে যায় মৎস্যজীবীদের ওই ট্রলারটি। এমন ভয়াবহ ঘটনায় নিখোঁজ 5 জন ভারতীয় মৎস্যজীবী। বর্তমানে তাঁদের খোঁজ চালাচ্ছে ভারতীয় উপকূল বাহিনী।
রাতের অন্ধকারে আচমকা হামলা বাংলাদেশি নৌসেনার!
একগুচ্ছ সূত্র মারফত খবর, রবিবার মধ্যরাতে, বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশ নৌসেনার একটি জাহাজ। পরবর্তীকালে ওই জাহাজটি এফবি পারমিতা নামক মৎস্যজীবীদের একটি ট্রলারে জোরালো ধাক্কা মারে। আর তাতেই সমুদ্রে ডুবে যায় ওই ট্রলারটি। ভারতীয় উপকূল বাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই ট্রলারটিতে কম করে 16 জন মৎস্যজীবী ছিলেন। তবে দুর্ঘটনার পর ট্রলারটি থেকে 11 জনকেই উদ্ধার করা গিয়েছে।
দ্যা সিএসার জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কাকদ্বীপের অন্য একটি ট্রলারের মাধ্যমে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। তখনই ভারতের জলসীমায় ঢুকে তাঁদের উপর হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে সকলের চোখকে ফাঁকি দিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েছিল ওপার বাংলার নৌসেনার জাহাজটি।
অবশ্যই পড়ুন: ৫ কোটির শেয়ার আছে ঝুনঝুনওয়ালার, এই সংস্থার স্টকে বিনিয়োগ করতে বলছেন বিশেষজ্ঞরা
এদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, বাংলাদেশের নৌসেনা নয় বরং ভারতের ওই ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছিল। তবে বাংলাদেশি নৌসেনার জাহাজ যে মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মেরেছে সে কথা স্বীকার করেনি ওপার বাংলার সংবাদমাধ্যম। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারতীয় মৎস্যজীবীরা যদি আদতেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেন তাহলে কেন বাংলাদেশের নৌসেনা তাদের গ্রেফতার বা উদ্ধার না করেই সেখান থেকে চম্পট দিল?