ভারতীয় দলে খেলতে কানাডার নাগরিকত্বও ছাড়তে রাজি হুন্ডাল, চেনেন এই ফুটবলারকে?

Shaan Hundal Wants to play for Indian football team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর শেষমেষ বংশোদ্ভুত ফুটবলারদের ভারতীয় দলে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এমন পদক্ষেপের পরই খালিদ জামিলের দলে প্রস্তুতির জন্য ডাক পেয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার অবনীত ভারতী এবং রায়ান উইলিয়ামস। এবার সেই সূত্র ধরেই, আরও এক বংশোদ্ভুত প্লেয়ার, কানাডিয়ান স্ট্রাইকার শান হুন্ডাল (Shaan Hundal) ভারতীয় দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই নাকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করে ফেলেছেন তিনি। সবচেয়ে বড় কথা, নীল জার্সিতে খেলার জন্য নিজে থেকেই কানাডার নাগরিকত্ব ছাড়ার জন্যও প্রস্তুত এই ফুটবলার।

কেন ভারতের হয়ে খেলতে চাইছেন হুন্ডাল?

এই মুহূর্তে, কানাডিয়ান প্রিমিয়ার লিগে ইন্টার টরন্টো এফসিতে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হুন্ডাল। সম্প্রতি রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভারতীয় ফুটবলের হয়ে কেন খেলতে চাইছেন সেই কারণ জানিয়েছেন হুন্ডাল। কানাডিয়ান স্ট্রাইকারকে বলতে শোনা যায়, “আমার বাবা মা, দাদু, ঠাকুমা থেকে শুরু করে গোটা পরিবার পাঞ্জাবের। তারা সব সময় চেয়ে এসেছেন আমি যেন ভারতের হয়ে খেলি। তাই ফুটবলে নীল জার্সি গায়ে খেলার প্রবল ইচ্ছা রয়েছে আমার। জানি পাসপোর্ট পাওয়াটা সহজ নয়। তবুও আমি ভারতের হয়েই খেলতে চাই।”

কানাডার নাগরিকত্ব ছাড়ার জন্য প্রস্তুত হুন্ডাল?

বছর 26 এর শান সিং হুন্ডাল নিজের ফুটবল কেরিয়ারে একাধিক সফলতা অর্জন করেছেন। কানাডার মাটিতে দাঁড়িয়ে ফুটবল পায়ে নিজের পরিচিতিকে নিয়ে গিয়েছেন বহুদূর। এবার সেই খেলোয়াড়ই ভারতীয় দলের হয়ে খেলতে শেষ পর্যন্ত যেতে চাইলেন। ওই সাক্ষাৎকারে হুন্ডাল একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টরন্টোর সাথে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। পাঞ্জাবি সেন্টার ফরোয়ার্ড বলেন, “আমি ভারতীয় দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এই স্বপ্নটাকে বাস্তব করতে আমি কানাডার পাসপোর্ট ছাড়তেও রাজি। তবে এখনও স্পষ্ট নই যে, কীভাবে ভারতের পাসপোর্ট পাব। সেখানে যেতে হলে কোন কোন বাধা অতিক্রম করতে হবে তাও জানা নেই। আমি ওসিআই কার্ডধারী। ভারতের পাসপোর্ট পেতে এক বছর ভারতে ISL খেলতে চাই।”

বলাই বাহুল্য, ভারতীয় ফুটবল দলে খেলতে ইতিমধ্যেই নাকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করে ফেলেছেন কানাডিয়ান স্ট্রাইকার। সে কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন ফুটবলার। হুন্ডাল বলেছেন, “AIFF এর সাথে যোগাযোগ করেছি। ভারতে পৌঁছানোর আগে গোটা প্রক্রিয়াটি যে খুব চ্যালেঞ্জিং সেটা জানি। গোটা বিষয়টি কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা আমার জানা নেই। তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করেনি। কিন্তু আমার কথা হয়েছে। ভারতের কিছু এজেন্ট এবং ক্লাবগুলোর সাথেও কথা বলেছি। এর জন্য আমি টাকার ব্যাপারে একেবারেই চিন্তা করি না। কিন্তু পাসপোর্টটা তো পেতে হবে।” এখন দেখার শেষ পর্যন্ত ভারতের পাসপোর্ট কানাডিয়ান স্ট্রাইকারের হাতে তুলে দেওয়া হয় কিনা!

অবশ্যই পড়ুন: টেস্টে ফিরে আসছেন বিরাট কোহলি? স্পষ্ট করে দিলেন চিকু

উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়স থেকেই ক্যালেডন এফসিতে ফুটবল খেলতে শুরু করেন কানাডিয়ান স্ট্রাইকার। পরবর্তীতে তিনি পৌঁছন ব্রাম্পটন এসসি এবং মিসিসাউগা এসসিতে। জানা যায়, অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 15 স্তরে অন্টারিও প্রাদেশিক দলের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে 2014 সাল নাগাদ টরন্টো এফসি অ্যাকাডেমিতে যোগ দেন এই ফুটবলার। 2016 তে পৌঁছে কানাডিয়ান প্রিমিয়ার ডেভেলপমেন্ট লিগে খেলেন তিনি। 2018 সালে লিগ 1 অন্টারিওতে দুটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল তাঁর। এছাড়াও কানাডার জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 20 স্তরেও বেশ খানিকটা সময় খেলেছেন এই ফুটবলার। তাছাড়াও বর্তমান দল ইন্টার টরন্টো এফসির হয়ে সব মিলিয়ে 24 ম্যাচে 9টি গোল ও দুটি অ্যাসিস্ট গোল করেছেন হুন্ডাল। ভারতীয় ফুটবলের খোঁজ রাখেন এই ফুটবলার। শুধু তাই নয়, কিংবদন্তি সুনীল ছেত্রীকেও প্রচন্ড সম্মান করেন হুন্ডাল। তিনি নাকি তাঁর অন্যতম আইডল।

Leave a Comment