ভারতীয় দলে যোগ দেওয়া হচ্ছে না ‘বিদেশি’ ফুটবলার অবনীতের! প্রকাশ্যে এল কারণ

Abneet Bharti India Team he to miss India team camp for some reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ খরা কাটিয়ে শেষ পর্যন্ত দুই বিদেশি বলা ভাল ভারতীয় বংশোদ্ভুত ফুটবলারকে সই করাতে দলে নিতে তৈরি ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই মতোই রায়ান উইলিয়ামসকে বরণ করে নিলেও স্বাগত জানানো হল না আরেক ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার অবনীত ভারতীকে (Abneet Bharti India Team)। এদিকে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি স্বপ্ন দেখেছিলেন এদেশীয় ফুটবল ভক্তরা। তবে আপাতত সেই আশায় জল পড়ল। কিন্তু কেন ভারতীয় শিবিরে যোগ দিতে পারবেন না অবনীত। জানা গেল কারণ।

কেন ভারতীয় ফুটবল দলে যোগ দিতে পারবেন না অবনীত?

এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন কার্যত গুঁড়িয়ে গেলেও আগামী 18 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে খালিদ জামিলের ভারত। হিসেব বলে, এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। শোনা যায়, ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিদেশি তারকা অবনীতকে দলে টানতে চেয়েছিল ভারতীয় ফুটবল ম্যানেজমেন্ট। তবে ভারতীয় পাসপোর্টধারী খালিদের দলে যোগ দিতে পারছেন না, সে কথা জানার পর কিছুটা হলেও মনঃক্ষুণ্ণ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

প্রশ্ন হল, কেন জাতীয় শিবিরে যোগ দিতে পারবেন না নেপালে জন্মগ্রহণকারী অবনীত? বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানো ক্লাব এখনই ভারতে আসার জন্য অবনীতকে ছাড়পত্র দিচ্ছে না। কাজেই ভারতের হয়ে খেলার আগে ক্লাবের তরফে না শোনার পর এই মুহূর্তে আর এদেশের হয়ে খেলা হচ্ছে না অবনীতের। খোঁজ নিয়ে জানা গেল, মূলত খেলোয়াড়ের যাতায়াতের সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়ার ওই ক্লাবটি। তবে এর মাঝেও উঠে আসছে আশার আলো। দলীয় সূত্র মারফত খবর, এখনই না হলেও আসন্ন মার্চ মাসের মধ্যে হয়তো ভারতের জার্সি গায়ে তুলতে পারেন ভারতী।

অবশ্যই পড়ুন: একটানা ৪৫ দিন বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, কবে থেকে কখন? জানাল প্রশাসন

ISL এ দাপিয়ে খেলেছেন অবনীত

27 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার অবনীত মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলেন। না বললেই নয়, বাবা কাজের সূত্রে দূতাবাস কর্মী হওয়ার কারণে বিভিন্ন দেশে সময় কাটানোর সুযোগ রয়েছে বলিভিয়ার ক্লাবে খেলা এই ডিফেন্ডারের। তবে অনেকে হয়তো জানেন না, 2019-20 ইন্ডিয়ান সুপার লিগ সিজনে ভারতীয় ক্লাব কেরালা ব্লাস্টার্সের হয়ে একেবারে দাপিয়ে খেলেছিলেন অবনীত। এখন দেখার ঠিক কবে ভারতীয় দলের নীল জার্সি গায়ে চাপান তিনি!

Leave a Comment