ভারতীয় বোলারদের পিটিয়ে একাই করলেন ১৭২ রান, পাক ক্রিকেটার সমীর মিনহাসকে চেনেন?

India Vs Pakistan under 19 Asia Cup final Sameer Minhas century

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে দুর্ধর্ষ লড়াই এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের (India Vs Pakistan)। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরবর্তীতে ধীরে চলো নীতি গ্রহণ করে অনূর্ধ্ব 19 পাক দল। তাতেই চাপের মুখে রানের পাহাড়ে চড়ে বসলো তারা। এদিন একেবারে মাথা ঠান্ডা রেখে মাটি আঁকড়ে পড়েছিলেন পাকিস্তানের দাপুটে ব্যাটসম্যান সমীর মিনহাস। ভারতীয় বোলারদের বোকা বানিয়ে একাই 113 বলে 172 রান করে ফেললেন তিনি। যদিও শেষ মুহূর্তে, দীপেশের বলে উইকেট পড়ে তাঁর। কিন্তু তা হলেও যাওয়ার আগে দলের জন্য বড় কাজটা করে দিয়ে গিয়েছেন পাক দলের খুদে সদস্য। আর তারপর থেকেই একেবারে চর্চায় উঠে এসেছেন তিনি। অনেকেই এই পাকিস্তানি খেলোয়াড়ের পরিচয় জানতে আগ্রহী।

ভারতীয় বোলারদের জবাই করা কে এই সমীর মিনহাস?

রবিবার, চাপের মুখে একাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন পাকিস্তানের অনূর্ধ্ব 19 দলের গুরুত্বপূর্ণ সদস্য সমীর। তাঁর ব্যাটের বিস্ফোরক ইনিংস চিন্তার কারণ হয়ে দাঁড়ালো ভারতের। তারপর থেকেই অনেকে জানতে চাইছেন সমীর মিনহাসের আসল পরিচয়। সেই সূত্রে বলি, 2006 সালের 2 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম হয়েছিল এই পাক ক্রিকেটারের। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা অন্যরকম ঝোঁক ছিল সমীরের।

পরিবারের বাকিরাও ক্রিকেট ভালোবাসতেন। মূলত সে কারণেই বাড়ির ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নতে শান দিয়েছেন তারাই। তারপরই গাল্লি ক্রিকেট থেকে ধীরে ধীরে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলোতে যোগ দিতে শুরু করেন সমীর। জেলা এবং রাজ্য স্তরের বিভিন্ন ম্যাচগুলিতে নিজের জাত চেনানোর পর একটা সময় পাকিস্তান ক্রিকেট কর্তাদের নজরে চলে আসেন তিনি। সেখান থেকেই পাক অনূর্ধ্ব 19 দলে হাতেখড়ি তাঁর।

অবশ্যই পড়ুন: হার্দিক পান্ডিয়ারা থাকতেও কেন অক্ষরকেই করা হল সহ অধিনায়ক? কারণ জানাল BCCI

অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানি প্লেয়ার সমীর আরাফাত মিনহাসের ছোট ভাই। এই বাতি স্পিন অলরাউন্ডার পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের হয়ে 2024 এর বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্ট মিলিয়ে মোট চারটি টি-টোয়েন্টি খেলেছেন। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো ওয়ানডে খেলছেন তিনি। বলা বাহুল্য, পাকিস্তান দলের এই গুরুত্বপূর্ণ সদস্য চলতি এশিয়া কাপের একটি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 177 রানে করে ভারতীয় দলের উদীয়মান তারা বৈভব সূর্যবংশীর রেকর্ডও ভেঙে দিয়েছিলেন।

Leave a Comment