ভারতীয় সেনাকে চরম অপমান পাক তারকা হ্যারিস রউফের! সপাটে জবাব দর্শকদেরও

Haris Rauf Insulted Indian Army During India Vs Pakistan Asia Cup Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, হারের আগে ম্যাচ চলাকালীন মাঠেই ভারতীয় সেনাকে চরম অপমান করেন পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf Insulted Indian Army)! এদিন, ওই পাক তারকাকে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে অঙ্গভঙ্গি করে বিমান মাটিতে পড়ে যাওয়ার বিষয়টি ইশারায় বোঝাতে দেখা যায়। তবে ভারতীয় সমর্থকরা সেই অপকর্মের যোগ্য জবাব দিয়েছেন। রবির রাতে দুবাইয়ে হ্যারিসের আচরণের পরিপ্রেক্ষিতে পাল্টা কোহলি কোহলি বলে তাঁকে তোপ দাগেন টিম ইন্ডিয়ায় ভক্তরা।

হারের আগে নোংরামি পাক তারকার!

গতকাল এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে দুবাইয়ে অনুশীলনে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল দুই দেশের ক্রিকেট দলের অনুশীলন। যদিও ভারতের জন্য এই অনুশীলন ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। এদিকে পাকিস্তানের গোটা দলই অনুশীলন করতে মাঠে নেমে পড়েছিল। আর সেখানেই অনুশীলন চলাকালীন হঠাৎ পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস 6-0 বলে চেঁচাতে থাকেন।

প্রসঙ্গত, গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অবস্থা কী হয়েছিল তা প্রায় সকলেই জানেন। যদিও পশ্চিমের দেশ দাবি করে, সিঁদুর অভিযানে তারা ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। মূলত সেই বিষয়টিই বোঝাতে বারবার মুখে 6-0 বলে প্রলাপ বকছিলেন রউফ। তাছাড়াও ম্যাচের মাঝে হঠাৎ ভারতীয় দর্শকদের দেখিয়ে হাত দিয়ে বিমান মাটিতে পড়ে যাওয়ার ইশারা করেছিলেন তিনি। না বললেই নয়, ভারতের 6 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুললেও আদতে কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান।

 

অবশ্যই পড়ুন: পাক বোলারদের সাথে ছেলেখেলা! আবারও পাকিস্তানকে ধবল ধোলাই করল ভারত

উল্লেখ্য, 2022 সালে এমসিজিতে ভারতীয় মহা তারকা বিরাট কোহলি হ্যারিসের বলে সোজা পুল শট দেখিয়েছিলেন। বিরাট ভাইয়ের কাছে সেই মার আজও মনে গেঁথে রয়েছে পাকিস্তানি ক্রিকেটারের। বোধহয় সেই কথাটাই ফের আরও একবার রউফকে স্মরণ করিয়ে দিতেই স্টেডিয়ামে বসে কোহলি কোহলি বলে চিৎকার করছিলেন সমর্থকরা।

Leave a Comment