কৃশানু ঘোষ, কলকাতাঃ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছে এক যুবক। পরনে সাদা টি-শার্ট, কালো প্যান্ট। কাঁধের ব্যাগে ভারতের পতাকা। শুনতে খুব সাধারণ মনে হলেও, তাঁর পরনের টিশার্টের লেখায় চোখ পড়লেই এক নিমেষে অসধারণ হয়ে যায় এই ঘটনা। টিশার্টে বড় বড় অক্ষরে লেখা ‘খান্দরা টু কেদারনাথ’ (Khandra To Kedarnath)।
পায়ে হেঁটে ১৭০০ কিমি!
বিশ্বাস আর জেদ থাকলে কী না করা যায় – আর এই ধারণার একটি নতুন উদাহরণ তৈরি করতে একাই রাস্তায় নেমে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের খান্দরা নিবাসী বাবন বাউড়ি। গন্তব্য কেদারনাথ, দূরত্ব প্রায় ১৭০০ কিমি। কিন্তু, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, আর “করতে পারবো” এই জেদ নিয়ে, স্রেফ পায়ে হেঁটে রাস্তায় নেমেছে বাবন।
আরও পড়ুনঃ ২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? শুভ নাকি অশুভ সংকেত, জেনে নিন
বাবনের জীবনে লক্ষ্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই উদ্দেশ্যে করছেন পড়াশোনাও। কিন্তু পড়াশোনা করার পাশাপাশি তিনি পরিচয় দিয়েছেন নিজের উদ্যম, মনোবল ও সামর্থ্যের। তাই তো রোদ, জল, কাদা উপেক্ষা করেও নিজের অটুট ভক্তি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। কীভাবে এই যাত্রা, কী তাঁর পরিকল্পনা? সেই কথাই নিজে মুখেই জানিয়েছে বাবন।
বাবন জানিয়েছে, প্রতিদিন ৫০ কিমি করে রাস্তা পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি এই গন্তব্য ৩২ দিনে পূরণ করার পরিকল্পনা নিয়েছেন। ভোর থেকেই তিনি গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন। আর সারা দিন হেঁটে, রাতে বিশ্রাম নেন। তিনি আরও জানিয়েছেন, এই পরিকল্পনা তাঁর অনেক আগে থেকেই করা।