বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বড় বড় বাতেলা ঝেড়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। আর সেই মন্তব্যের রেশ কাটার আগেই ফের নিজের জাত চেনালো পাকিস্তান!
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের উপর চাপ বাড়িয়েছে পাক সরকার। সরকারি সূত্রে খবর, পাকিস্থানে ভারতীয় হাইকমিশন ও কূটনীতিবিদদের বাসভবনে জল, গ্যাস, সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি বন্ধ করা হয়েছে একাধিক মৌলিক পরিষেবাও।
যদিও পশ্চিমী প্রতিবেশীর এমন পদক্ষেপে মুখ বুজে নেই নয়া দিল্লি। পাকিস্তানের কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়েছে ভারতও। জানা যাচ্ছে, নয়া দিল্লিতে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিবিদদের সংবাদপত্র সরবরাহ বন্ধ করেছে ভারত।
ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি বৃদ্ধি
রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদে ভারতীয় কূটনিকদের জল, রান্নার গ্যাস থেকে শুরু করে সংবাদপত্রসহ অন্যান্য মৌলিক পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাঁদের উপর নজরদারি বাড়িয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, অনুমতি ছাড়াই নাকি ভারতীয় হাই কমিশন ও কূটনীতিকদের বাসভবনে প্রবেশ করছেন পাকিস্তানের অনেকেই!
রিপোর্ট বলছে, পাক সরকারের নির্দেশে এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর মদতে ভারতীয় কূটনীতিবিদদের বাসভবনে পানীয় জল এবং গ্যাস পাঠানো বন্ধ করে দিয়েছেন ডিলাররা। তাছাড়াও ইসলামাবাদ থেকে আশা এক সূত্রের খবর অনুযায়ী, বিভিন্নভাবে ভারতীয় কূটনীতিকদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন পাকিস্তানের স্থানীয় নেতারা! আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই পশ্চিমের দেশে থাকা ভারতীয় কূটনীতিকদের নিয়ে বেড়েছে চিন্তা!
অবশ্যই পড়ুন: মোহনবাগানের ঘরের মাঠে হচ্ছে না বুধবারের ম্যাচ! সুরুচির কোচকে নিয়েও বড় সিদ্ধান্ত IFA এর
উল্লেখ্য, 2019 সালে ষড়যন্ত্র করে পুলওয়ামায় হামলা চালানোর পর তার পরিপ্রেক্ষিতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালালে সে বছরও একই কৌশল নিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের একটি সূত্র দাবি করছে, সেবার ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আঘাত সহ্য করতে না পেরে দেশের ভারতীয় কূটনীতিকদের উপর নানাবিধ চাপ সৃষ্টি করার পাশাপাশি তাদের বিভিন্ন মৌলিক পরিষেবা দিতে অস্বীকার করেছিল ইসলামাবাদ।