ভারতীয় T20 দলের জন্য বোঝা হয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার! চিন্তায় BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিন্তার কারণ হয়ে উঠেছেন আরও এক তারকা প্লেয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যর্থ হওয়ার পর গতকালও শূন্যতে আউট হয়ে মাঠ ছাড়েন সহ অধিনায়ক শুভমন গিল। ঘাড়ের চোট সমস্যা কিছুটা কাটিয়ে উঠে জাতীয় দলে কামব্যাক করলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না গিল। তাতে অনেকেই বলছেন, “অন্তত টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় দলের বোঝা হয়ে উঠেছেন!”

টি-টোয়েন্টিতে চূড়ান্ত ব্যর্থ গিল

শেষবারের মতো রোহিত শর্মাকে সরিয়ে একদিনের ক্রিকেটে দেশের নতুন অধিনায়ক হয়েছিলেন শুভমন। এরপর থেকে অনেকেই আশা করেছিলেন হয়তো জাতীয় দলের জন্য আন্তর্জাতিক মঞ্চে পাথর ভাঙবেন তিনি। সাদা বলের 50 ওভারের ক্রিকেটে সেই আশা কিছুটা বাঁচিয়ে রাখতে পারলেও টি-টোয়েন্টি দলে ফিরে নিজের ক্ষমতা দেখাতে পারেননি গিল। গত এশিয়া কাপের আগে ভারতীয় দলে জায়গা হওয়ার পর দাপুটে ক্রিকেটার অভিষেক শর্মার সাথে জুটি বাঁধতে থাকেন শুভমন। সবচেয়ে বড় কথা, টি-টোয়েন্টি দলে সূর্যর ডেপুটি হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। কিন্তু এসব সত্ত্বেও নিজের 10 শতাংশও প্রতিদান হিসেবে ফিরিয়ে দিতে পারেননি শুভমন।

জানলে সত্যিই অবাক হতে হয়, চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে এখনও পর্যন্ত মোট 14টি ম্যাচে অংশ নিয়েছেন গিল। আর সেই আসরের একটিতেও সেঞ্চুরি তো দূর বরং হাফ সেঞ্চুরিও করতে পারেননি এই ভারতীয় তারকা।

14 ম্যাচ মিলিয়ে গিলের হাত থেকে 264 রান পেয়েছিল ভারত। যার মধ্যে সর্বোচ্চ রান ছিল 47। অর্থাৎ ব্যাট হাতে ব্যর্থতা কাকে বলে তা টি-টোয়েন্টি দলে জায়গা ধরে থেকে একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।

অবশ্যই পড়ুন: ‘কোভিড যদি আবার …!’ ফের হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্য সরকার

প্রসঙ্গত, 2026 এর শুরুর দিকেই গড়াবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ প্রস্তুতি ক্ষেত্র হিসেবেই দেখছে ভারত। আর সেখানেই একজন সৈনিক হিসেবে নিজের ব্যর্থতা বাড়িয়ে চলেছেন গিল। ভক্তদের মধ্যে অনেকেই বলছেন, তিনি টিম ইন্ডিয়ার জন্য বর্তমানে বোঝা.. আর যাই হোক টি-টোয়েন্টি দলে তাঁর থাকাটা শোভা পায় না…. সব মিলিয়ে, বিশ্বকাপের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে গিলকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডও।

Leave a Comment