ভারতের অংশ হতে পারে সিন্ধ প্রদেশ! রাজনাথ সিংয়ের মন্তব্যে জল্পনা

Rajnath Singh on PoK

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ড অধিগ্রহণের দাবি করে বসলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on PoK)। ইতিমধ্যে বহুবার এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ দেশের শীর্ষস্থানীয় সব নেতারা। তবে রবিবার প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, সিন্ধ এখন ভারতের অংশ নয় ঠিকই। তবে সীমান্ত বদলে যেতে সময় লাগবে না। ওই অঞ্চলে খুব শীঘ্রই ভারতের অংশ হতেই পারে। হ্যাঁ, এমনটাই আশাবাদী দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বলাবাহুল্য, 1947 সালে দেশভাগ হওয়ার সময় সিন্ধু নদীর তীরবর্তী ওই অঞ্চলটি অর্থাৎ সিন্ধ প্রদেশ পাকিস্তানের দখলে চলে যায়। তবে আদতে সেটা ভারতেরই ভুখন্ড। এমতাবস্থায় সেখানকার বহু বাসিন্দা নিজের বাসভূমি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। তারপর ওই ভুখন্ড দখলের জন্য কাটাছেঁড়া কম হয়নি। তবে ফের একবার সেই ভুখন্ড দখলের দাবিতে সরব হলেন রাজনাথ সিং।

কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী?

এদিন রাজনাথ সিং স্পষ্ট বলেন, সিন্ধি অঞ্চলের হিন্দুরা কোনওদিনই ওই অঞ্চলটা পাকিস্তানে চলে যাওয়া মেনে নিতে পারেনি। রামকৃষ্ণ আডবাণী সেই সময় তাঁর একটি বইয়ে লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা বিশেষ করে তাঁর সময়কার হিন্দু ধর্মাবলম্বীরা কোনওভাবেই ওই অঞ্চলে পাকিস্তানের ভূখণ্ডে চলে যাবে তা মেনে নিতে পারেনি। এমনকি শুধু সিন্ধের লোকজন নয়, বরং গোটা ভারতের কাছে সিন্ধু পবিত্র নদী। এমনকি সিন্ধুর অনেক মুসলমানরাও তা বিশ্বাস করত।

এদিকে তিনি এই বলেন যে, আজ সিন্ধুর ওই অঞ্চল ভারতের অংশ হয়তো নয়। কিন্তু সভ্যতার ইতিহাস খতিয়ে দেখলে ওই অঞ্চল সবসময় ভারতের ভূখণ্ডেই থাকবে। কেই বা জানে..! আগামীদিন হয়তো সিন্ধু আবারও ভারতের ভূখণ্ডে ফিরে আসলো। সিন্ধু নদীকে পবিত্র মনে করা সমস্ত সিন্ধুবাসীরা আমাদের কাছের মানুষ হয়েই থাকবে। সে তাঁরা যেখানেই থাকুক না কেন, সবসময় আমাদের আপনজন।

আরও পড়ুনঃ চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা তছরুপ সিভিক ভলান্টিয়ারের! অবশেষে গ্রেফতার

আগেও দাবি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী

উল্লেখ্য, গত 22 সেপ্টেম্বর মরক্কোয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিন্ধু প্রদেশ ফেরানোর দাবি করে বসেন রাজনাথ সিং। সেখানে তিনি জানান, খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর আমাদের নিজেদের আওতায় আসবে। PoK দাবি উঠতে শুরু করেছে নিশ্চয় শুনছেন। তাই সেই দিন আর খুব বেশি দূরে নেই। আবারও সিন্ধু প্রদেশ ভারতের হবে। তার জন্য যা করার করব।

Leave a Comment