ভারতের অর্থনীতিতে ধস! একধাক্কায় তলানিতে ঠেকল বৈদেশিক মুদ্রার ভান্ডার

Collapse of Indian Economy (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অর্থনীতিতে মন্দার (Collapse of Indian Economy) আশঙ্কা! হঠাৎ করে দেশের মেরুদন্ড হিসেবে পরিচিত বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে ঠেকেছে। পরপর দুই সপ্তাহ ধরে দেশের ফরেক্স রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই ১৪ নভেম্বর যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে স্পষ্ট উঠে আসছে যে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এখন লাল সংকেতের ছায়া।

বলাবাহুল্য, গত ৭ নভেম্বর ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৬৯৯ বিলিয়ন মার্কিন ডলার কমে দাঁড়িয়েছিল ৬৮৭.০৩৪  বিলিয়ন মার্কিন ডলার। তার আগের সপ্তাহে কমেছিল ৫.৬২৩ বিলিয়ন মার্কিন ডলার। সাধারণত দুই সপ্তাহে এতটা পতন লক্ষ্য করা যায় না। ফলে অর্থনীতিবিদদের ভিতরে আবারও উদ্বেগ কাজ করছে।

ফরেন কারেন্সি অ্যাসেটে বিরাট ধাক্কা

জানিয়ে রাখি, ভারতের রিজার্ভের সবথেকে বড় অংশ হল ফরেন কারেন্সি অ্যাসেট। আর এতেই দেখা যাচ্ছে বিরাট পতন। কারণ, গত সপ্তাহে ফরেন কারেন্সি অ্যাসেট কমেছে ২.৪৫৪ বিলিয়ন ডলার। আর এখন তা দাঁড়িয়েছে ৫৬২.১৩৭ বিলিয়ন ডলারে। বিশেষজ্ঞরা বলছে, ফরেন কারেন্সি অ্যাসেটের নামা সরাসরি নির্ভর করছে আন্তর্জাতিক মুদ্রা বাজারের উপর। কারণ, ইউরো, পাউন্ড, ইয়েনের মতো বিভিন্ন বৈদেশিক মুদ্রার মূল্য বদল ফরেন কারেন্সি অ্যাসেটের উপরেই সরাসরি প্রভাব ফেলে। অন্যদিকে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানও দিনের পর দিন তলানিতে ঠেকছে।

সোনার মজুদেও ভাটা

এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল সোনা। আর সেখানেও এবার লাল সংকেত। কারণ, সম্প্রতি সোনার রিজার্ভ কমেছে ১৯৫ মিলিয়ন মার্কিন ডলার। আর এখন মোট মূল্য দাঁড়িয়েছে ১০১.৫৩১ বিলিয়ন মার্কিন ডলার। এর সাথে সাথে স্পেশাল ড্রইং রাইটস থেকেও কমেছে ৫১ মিলিয়ন মার্কিন ডলার এবং তার মোট মূল্য দাঁড়িয়েছে ১৮.৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

আরেও পড়ুনঃ জনসংখ্যা ৩.৬৬ কোটি, আধার কার্ড ইস্যু হয়েছে ৪.৯৬ কোটি! চাঞ্চল্যকর ঘটনা কেরালায়

তবে অর্থনীতিবিদদের মতে, ভারতের এই ফোরেক্স রিজার্ভ কমার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা, দ্বিতীয়ত ইউরোপ এবং আমেরিকার বাজারে অস্থিরতা বৃদ্ধি। এছাড়া ডলারের তুলনায় অন্যান্য মুদ্রার চরম ওঠানামা। তাই বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই ভারতের অর্থনীতিতে বিরাট ধ্বস নামবে।

Leave a Comment