বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে খুশি করতেই ভারতের উপর চড়া শুল্ক চাপাচ্ছে আমেরিকা? বিগত দিনগুলিতে ট্রাম্পের কর্মকাণ্ডে এমন প্রশ্নই তুলেছিলেন দেশবাসী। কেননা, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতকে একের পর এক ধাক্কা দিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট। প্রথমে 25 শতাংশ শুল্ক চাপিয়ে হুঙ্কার দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকার তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো হবে।
কার্যত 24 ঘণ্টার মধ্যেই সেই হুঁশিয়ারি সত্যি করে দেখালেন ট্রাম্প। বুধবার ভারতের উপর আরও 25 শতাংশ শুল্ক চাপিয়ে ট্যারিফের পরিমাণ 50 শতাংশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সিংহভাগেরই দাবি, ভারতকে একের পর এক ধাক্কা দিয়ে পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াচ্ছে আমেরিকা।
জানা যাচ্ছে, আরও একবার আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনির। মাত্র দু মাসের মধ্যে ফের মুনিরের মার্কিন সফর ঘিরে উঠছে নানান প্রশ্ন। অনেকেই বলছেন মার্কিন সফরে গোপন ফন্দি আঁটতে পারেন মুনির!
হঠাৎ কোন কারণে ফের আমেরিকা সফর করবেন মুনির?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই ওয়াশিংটনে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রিপোর্ট বলছে, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কম্যান্ড কমান্ডার জেনারেল মাইকেল কুরিলার ফেয়ারওয়েল অনুষ্ঠানে যোগ দিতেই আমেরিকা সফর করবেন পাক সেনাপ্রধান।
আসলে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে নেতৃত্বদানকারী সেনা জেনারেল কুরিলা চলতি মাসিক অবসর নিচ্ছেন। মূলত সে কারণেই, তাঁর বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি আমেরিকায় যাচ্ছেন মুনির। যদিও ওয়াকিবহাল মহল বলছে, এই আমেরিকা সফরের মধ্যে দিয়ে ট্রাম্পের সাথে জরুরী বৈঠক সারতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: টিআরপি লিস্টে বাজিমাত রাজরাজেশ্বরী রানী ভবানীর! বাকিদের অবস্থা কেমন?
উল্লেখ্য, আমেরিকার 4 স্টার জেনারেল মাইকেল কুরিলাই কয়েক মাস আগে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে অসাধারণ সঙ্গী বলে আখ্যায়িত করেছিলেন। শুধু তাই নয়, আমেরিকার গোয়েন্দা বাহিনীর সাহায্য নিয়ে আইসিস খোরেসানের 5 জঙ্গিকে গ্রেফতার করার জন্য পাকিস্তানের ভুয়সী প্রশংসা করেছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই এই আমেরিকান জেনারেল দাবি ছিল, ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। জুন মাসের পর এবার তাঁরই খাতিরদারি করতে মার্কিন সফরে যাওয়ার কথা মুনিরের!