বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে বীরত্ব দেখিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করছে। এর মাধ্যমে দিল্লি রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে মদত জোগাচ্ছে।
ট্রাম্প এমন দাবি তুলে ভারতের উপর কড়া হতেই আমেরিকার দ্বৈত নীতি সমালোচিত হচ্ছে গোটা বিশ্বে। ইতিমধ্যেই মাত্র 56 লক্ষ জনসংখ্যার দেশ ফিনল্যান্ড আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির কথা এবং কাজের মধ্যে যে ফারাক তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আর তাতেই আয়না দেখেছে আমেরিকা!
আমেরিকাকে আয়না দেখাল ফিনল্যান্ড
ফিনল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক CREA ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। যেখানে মূলত দাবি করা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে ভারতের জন্য অপরাধ হিসেবে গণ্য করলেও, রাশিয়ার সাথে ব্যবসা অব্যাহত রেখেছে আমেরিকা সহ একাধিক পশ্চিমা দেশ!
ওই রিপোর্ট বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া অন্তত 923 বিলিয়ন ইউরো আয় করেছে। জানলে অবাক হতে হয়, ওই মোট আয়ের 212 বিলিয়ন ইউরোই এসেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে। যেখানে ভারত থেকে রাশিয়া আয় করেছে মাত্র 13 শতাংশ। এর অর্থ রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি খাতে ভারতের বাণিজ্য 112 বিলিয়ন ইউরো।
#FPWorld: EU contributed €212 bn to Russia’s fossil fuel revenue since Ukraine war, 23% of total, nearly double India’s €121 bn or 13% share, according to Finland-based think tank Centre for Research on Energy and Clean Air (CREA)https://t.co/gK71veiiwT
— Firstpost (@firstpost) August 7, 2025
পরিসংখ্যান তুলে ধরে ওই রিপোর্ট দাবি করছে, জীবাশ্ম জ্বালানি থেকে মোট আয়ের 200 বিলিয়ন ইউরো চিন থেকে কামিয়েছে রাশিয়া। ওই রিপোর্ট এও দাবি করছে, শুধুই জ্বালানি নয়, রাশিয়া থেকে সার, বিভিন্ন রাসায়নিক, ইস্পাত এবং পরিবহন সরঞ্জামও কিনেছে ইউরোপের দেশগুলি।
বলা বাহুল্য, ওই সময়ে মার্কিন G7+ দেশগুলির একাধিক জাহাজ চলতি বছরের জুন মাসে, রাশিয়ান সমুদ্র তেলের 56 শতাংশ পরিবহন করেছে। যা ছিল এর আগের মে মাসের তুলনায় কমপক্ষে 6 শতাংশ বেশি। সব মিলিয়ে, মুখে জ্ঞান দিলেও আদতে রাশিয়ার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।
অবশ্যই পড়ুন: ট্রাম্পের শুল্কবোমায় বন্ধ কোটি কোটি টাকার ডিম রফতানি, ভারতের সাথে ক্ষতি আমেরিকারও
উল্লেখ্য, ফিনল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক CREA এর ওই রিপোর্ট দাবি করে, আমেরিকা ভারতের সমালোচনা করলেও EU ও G7 নিজেরাই রাশিয়ার সাথে দিনের পর দিন বাণিজ্য বাড়াচ্ছে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যে দাবি ট্রাম্প করছেন, সেই দাবিকে সামনে রেখেই আমেরিকার দুমুখো নীতি উন্মোচন করল ফিনল্যান্ড! এক কথায়, আমেরিকাকে আয়না দেখালো দেশটির থিঙ্ক ট্যাঙ্ক।