ভারতের উপর শুল্ক চাপিয়েও পিছুপা, সাময়িক টলল সিদ্ধান্ত! কারণও জানালেন ট্রাম্প

US Tariff on India to take effect from August 7

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু বলেও ভারতের ওপর 25 শতাংশের চড়া শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে, ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য কম হওয়ার বিষয়টিকে সামনে এনে রাশিয়া থেকে তেল সহ অন্যান্য পণ্য কেনা অর্থাৎ ভারত রাশিয়া সম্পর্ককে নিশানা করেছিলেন ট্রাম্প।

মূলত সেই কারণেই, 25 শতাংশ শুল্ক চাপিয়ে ভারতকে ধাক্কা দিয়েছিলেন তিনি। যা আজ অর্থাৎ 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এহেন আবহে, হঠাৎ পুরনো সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে শুল্ক আরোপের সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করে দিলেন ট্রাম্প। TOI-এর রিপোর্ট অনুযায়ী, 1 আগস্টের বদলে ট্রাম্পের চাপানো শুল্ক কার্যকর হবে আগামী 7 আগস্ট থেকে।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আমেরিকার?

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাসোসিয়েড প্রেসকে জানিয়েছেন, নতুন শুল্ক কার্যকরের সময় বাড়ানোর অন্যতম কারণ, মার্কিন বিভাগগুলিকে নতুন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া।

শুধু তাই নয়, আমেরিকার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত সহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর করার সিদ্ধান্তের উদ্দেশ্য, আমেরিকার কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগগুলিকে সিস্টেম আপডেটের জন্য অতিরিক্ত সময় পাইয়ে দেওয়া। বলা বাহুল্য, দেশগুলির ওপর আরোপিত শুল্ক এক সপ্তাহের জন্য স্থগিত করে, আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প!

অবশ্যই পড়ুন: হারের মুখে টেস্ট সিরিজ! তাও কেন ওভালে খেলছেন না বুমরাহ? কারণ জানালেন কোচ

উল্লেখ্য, একাধিক রিপোর্ট বলছে, আমেরিকা চায় ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার, বিশেষ করে দুধ এবং জেনেটিক্যালি মডিফাইড ফসলের জন্য তাদের ছাড় দিক। এক কথায়, আমেরিকার অন্যতম প্রধান বক্তব্য, ভারত যেন এই ধরনের পণ্যের ওপর 100 শতাংশ পর্যন্ত শুল্ক অপসারণ করে।

তবে ভারতের দাবি, আমেরিকার এমন দাবি মেনে নিলে দেশের কৃষক থেকে শুরু করে দেশীয় শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই এই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। যদিও আমেরিকা প্রথম থেকেই বলে এসেছে, বিশ্বের চড়া শুল্ক আরোপকারী দেশগুরির মধ্যে অন্যতম ভারত!

Leave a Comment