সহেলি মিত্র, কলকাতা: বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার হাইওয়ের বুক চিড়ে ছুটবে বহু হাইড্রোজেন চালিত ট্রাক (Hydrogen Truck)। আর এর জন্য মোট ১০টি হাইওয়ে চিহ্নিতকরণের কাজ চলছে বলে খবর। আসলে সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী ঘোষণা করেছেন যে, সরকার যানবাহন দূষণ কমাতে সবুজ হাইড্রোজেন চালিত ট্রাক চালানোর জন্য দেশের বিভিন্ন স্থানে ১০টি মহাসড়ক চিহ্নিত করেছে।
এবার হাইওয়েতে ছুটবে হাউড্রোজেন ট্রাক
কেন্দ্রের চিহ্নিত ওই ১০ এক্সপ্রেসওয়েতে যানবাহনে হাইড্রোজেন ভর্তি করার জন্য স্টেশন থাকবে। ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্স পেট্রোলিয়াম হাইড্রোজেন পাম্প স্থাপন করা হবে। জানা যাচ্ছে, টাটা মোটরস, অশোক লেল্যান্ড এবং ভলভো ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত ট্রাক তৈরি শুরু করেছে।
কোন হাইওয়েগুলির দিয়ে ছুটবে ট্রাক?
রিপোর্ট অনুযায়ী, চিহ্নিত হাইওয়ে অংশগুলির মধ্যে রয়েছে গ্রেটার নয়ডা-দিল্লি-আগ্রা, ভুবনেশ্বর-পুরি-কোনার্ক, আহমেদাবাদ-ভাদোদরা-সুরাত, সাহিবাদ-ফরিদাবাদ-দিল্লি, জামশেদপুর-কলিঙ্গানগর, তিরুবনন্তপুরম-কোচি এবং জামনগর-আহমেদাবাদ। কেন্দ্রীয় মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে হলে ভারতকে তার অবকাঠামো উন্নত করতে হবে। গড়করী আরও বলেন যে, ভারতের সবুজ হাইড্রোজেনের বৃহত্তম রপ্তানিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে।
গড়করী বলেন, আইআইএম বেঙ্গালুরু, আইআইটি চেন্নাই এবং আইআইটি কানপুরের গবেষণায় দেখা গেছে যে ভারতের সড়ক সরবরাহ খরচ ৬ শতাংশ কমেছে। আগে ভারতে এই খরচ ছিল ১৪-১৬ শতাংশ, যেখানে চীনে ৮ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ১২ শতাংশ।