‘ভারতের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ’, এশিয়া কাপের আগেই কড়া বার্তা PCB প্রধানের

Mohsin Naqvi On India ahead of India Vs Pakistan Asia Cup 2025 match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরের মাসেই এশিয়া কাপ। আর সেই আসরে আগামী 14 সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই মর্মে ইতিমধ্যেই পাক দলের বিরুদ্ধে খেলার জন্য টিম ইন্ডিয়াকে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এমতাবস্থায়, গর্জে উঠলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারতকে নিশানায় এনে তাঁর স্পষ্ট বার্তা, ভারতের শর্ত মেনে ক্রিকেট খেলতে আর রাজি নয় তারা। ভারতের কাছে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভিক্ষা চাওয়ার দিন শেষ। আলোচনা হবে সমতার ভিত্তিতে।

ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নকভি

দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক পহেলগাঁও হামলার কারণে ভারত-পাক সম্পর্ক কোন খাতে বইবে তা এখনও নিশ্চিত নয়। দুই দেশের মধ্যে চলা সম্পর্কের টানাপোড়েনকে সামনে রেখে 2012 সালের পর আর কোনও দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত-পাকিস্তান। আগামীতেও যে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ হবে না সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ড।

তবে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ACC-র বহুপাক্ষিক টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই মর্মেই এশিয়া কাপের জন্য ছাড়পত্র পেয়েছে টিম ইন্ডিয়া। আর ঠিক এই আবহে লাহোরের একটি ক্লাব স্তরের টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন PCB প্রধান নক নকভি।

পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, এদিন, এক সাংবাদিকের ভারত পাক সম্পর্কের ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, এই বিষয়ে আমরা এখন পুরোপুরি পরিষ্কার। ভারতের সাথে যেকোনও আলোচনা হবে সমতার ভিত্তিতে। সমান অবস্থান বজায় রেখে আমরা তাদের সাথে আলোচনায় বসবো। ওদের কাছ থেকে ভিক্ষা চাওয়ার দিন শেষ হয়েছে। নকভি যোগ করেন, সেই সব দিন আর নেই। এখন যা হবে, সমান মর্যাদার ভিত্তিতেই হবে। পাক ক্রিকেট বোর্ড প্রধানের এমন মন্তব্য ঘিরেই ফের দানা বাঁধল বিতর্ক।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপের আগেই নতুন দায়িত্ব, ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলী

উল্লেখ্য, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক, এমনটা চাইছেন না দেশবাসী। সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের একটা অংশের দাবি, পহেলগাঁও জঙ্গি হামলায় এতগুলো নিরীহর প্রাণ চলে যাওয়ার পরও কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে খেলার জন্য ছাড়পত্র দিতে পারে কেন্দ্র! সম্প্রতি এ প্রসঙ্গেই মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি, কোনও খেলাই মানুষের জীবনের থেকে মূল্যবান হতে পারে না। ওরা ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে কী বোঝাতে চাইছে? আমি তো এই ম্যাচ দেখবো না।

Leave a Comment