বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সম্পর্ক একপ্রকার তলালিতে। যার আঁচ পড়েছে ক্রীড়া মহলেও। ক্রিকেট থেকে শুরু করে হকি এমনকি কাবাডিতেও একে অপরের সাথে করমর্দন করছেন না খেলোয়াড়রা। এমন আবহে ধরা পড়ল অবাক করা দৃশ্য। ভারতের জার্সি গায়ে মাঠে নেমে পড়লেন এক পাকিস্তানি খেলোয়াড় (Pakistan Player With Indian Jersey)। শুধু তাই নয়, ওড়ালেন ভারতের জাতীয় পতাকাও। এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছে কাবাডি। এদিকে, পাক খেলোয়াড় হয়ে ভারতের জার্সি এবং পতাকা নিয়ে মাঠে নেমে পড়ায় বিরাট শাস্তির মুখে পড়তে হচ্ছে পশ্চিমের দেশের কাবাডি প্লেয়ার উবাইদুল্লা রাজপুতকে।
কঠোর শাস্তির মুখে পাক খেলোয়াড়
ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়ের মাঠে নেমে পড়ার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। এদিন বাহরিনের এক বেসরকারি কাবাডি টুর্নামেন্ট জিসিপি কাপ চলাকালীন সেখানে ভারতের জার্সি গায়ে মাঠে নেমে পড়েন রাজুপুত। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতেও সময় নেয়নি পাকিস্তানের কাবাডি সংস্থা। সেই সাথে আগামী 27 ডিসেম্বর একটি বৈঠক ডেকে কাবাডি প্লেয়ার উবাইদুল্লাকে কী শাস্তি দেয়া হবে তা নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে, পাক কাবাডি সংস্থার সেক্রেটারি রানা সারওয়ার একেবারে খোলাখুলি জানিয়েছেন, “কোনও দেশের নামের জাতীয় দল না থাকলেও সেই দেশের নামে দল তৈরি করা হয়েছিল। সে কারণেই উবাইদুল্লা ভারতের জার্সি গায়ে মাঠে নেমে পড়েছিলেন। এটা বড়সড় অপরাধ।” পাক সংস্থার সেক্রেটারি আরও বলেন, “বেসরকারি প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, কানাডার মতো বেশ কিছু দেশের নাম ছিল। তবে প্রত্যেক দেশের খেলোয়াড়ের উচিত দেশের হয়ে খেলা। ভারতীয় খেলোয়াড়রা কিন্তু সেটা করেছে। পাকিস্তানের প্লেয়াররা নিজের দেশের হয়ে খেলছিলেন। কিন্তু উবাইদুল্লা বিপরীত কাজ করলেন।”
সারওয়ার এও বলেন, 16 জন কাবাডি খেলোয়াড় ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে অনুমতি নেননি। একেবারে চুপিসারে লুকিয়ে লুকিয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁদের সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দেওয়া হবে বলেই জানিয়ে দিলেন পাক কাবাডি সংস্থার সেক্রেটারি। সেই সাথে ভারতের জার্সি গায়ে নেমে পড়া উবাইদুল্লাকেও কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলেই জানান তিনি।
অবশ্যই পড়ুন: ওসমান হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ! জ্বলল সংবাদমাধ্যমের অফিস, বার্তা ইউনূসের
বিতর্কের মাঝে ক্ষমা চেয়েছেন উবাইদুল্লা
ভারতের জার্সি গায়ে নেমে পড়ায় জন্ম নিয়েছে প্রবল বিতর্ক। আর সেই বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন পাকিস্তানি খেলোয়াড় উবাইদুল্লা। তাঁর কথায়, তিনি না বুঝেই এই কাজ করে ফেলেছেন। প্রথমদিকে তিনি বুঝতে পারেননি যে সেটি ভারতীয় দলের জার্সি। পরে যখন বুঝতে পারেন আয়োজকদের জানিয়েছিলেন তিনি। পাকিস্তানি কাবাডি প্লেয়ারের বক্তব্য, “আগে এই ধরনের প্রতিযোগিতায় ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়রা একই দলের হয়ে খেলতে পারতেন। তখন দলগুলির নাম ভারত, পাকিস্তান ছিল না। তবে এখন দলগুলি সাথে দেশের নাম জুড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। তাই বিতর্কও তৈরি হয়েছে।”