বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শুটমহলে তাঁর বড় নামডাক। গত এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন পদকজয়ী শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া (Angad Vir Singh Bajwa)। টোকিও অলিম্পিক্সেও ভারতের জার্সি গায়ে দক্ষতা দেখিয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে গর্বিত দেশবাসী। সেই অঙ্গদ এবার ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন। নতুন বছর থেকেই তাঁকে দেখা যাবে কানাডা দলে। হ্যাঁ, শুটার অঙ্গদ এবার থেকে খেলবেন ভারতের বিরুদ্ধে। সে কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
অঙ্গদকে চোখে হারাবেন ভারতীয় সমর্থকরা
একটা সময় ছিল যখন, ভারতীয় সতীর্থদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করতেন শুটার অঙ্গদ। তাঁর লক্ষ্য থাকতো ভারতের নাম উজ্জ্বল করা। একজন দক্ষ শুটার হওয়ার কারণে ভারতীয় দলে তিনি ছিলেন নিয়মিত। সবচেয়ে বড় কথা, এই খেলোয়াড়কে নিয়ে আগামী এশিয়ান গেমসেরও পদক জয়ের আশা করেছিল ভারতের শুটমহল। তবে সেই আশায় একেবারে জল ঢেলে দিলেন অঙ্গদ নিজেই। এখনও পর্যন্ত ভারতীয় শুটার জানালেন, তিনি আর ভারতে থাকতে পারবেন না। চলে যেতে হবে কানাডায়। যা ভারতীয় সমর্থকদের জন্য বড় ধাক্কা বলাই যায়!
কেন ভারত ছাড়ার সিদ্ধান্ত নিলেন অঙ্গদ?
শুটার জানিয়েছেন, বেশ কিছু পারিবারিক কারণে তাঁকে পাকাপাকিভাবে কানাডায় চলে যেতে হচ্ছে। সে কারণে, আর সে দেশে থেকে ভারতের জার্সি গায়ে খেলতে পারবেন না তিনি। কানাডায় থাকার কারণে চলতি বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে কানাডার প্রতিনিধিত্ব করবেন তিনি। অঙ্গদের এই সিদ্ধান্ত জানার পর একপ্রকার বুকে পাথর চেপে তাঁকে অনাপত্তি পত্র দিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। যা কানাডা দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দিল।
অবশ্যই পড়ুন: ইংল্যান্ডকে গুঁড়িয়ে WTC পয়েন্ট তালিকায় শক্তি পেল অস্ট্রেলিয়া, এখন কোথায় ভারত?
এ নিয়ে, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল পবন সিং জানিয়েছেন, “অঙ্গদ আমাদের কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেছিল। আমরা সেটা দিয়েছি। ও কোন দেশের হয়ে খেলবে সেটা একান্তই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারিনা। তবে ওর মতো একজন প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য বড়সড় ক্ষতি।”
অবশ্যই পড়ুন: টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল
উল্লেখ্য, অঙ্গদের গোটা পরিবার বর্তমানে কানাডার বাসিন্দা। সে দেশেরই একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর বাবার। জানা গিয়েছে, ছেলে ভারতে থাকায় একা ব্যবসা সামলাতে বেশ সমস্যা হচ্ছে তাঁর। তাছাড়াও পারিবারিক কিছু সমস্যা রয়েছে। এক কথায়, বাবার ব্যবসায় হাত লাগাতে এবং অন্যান্য সমস্যা নিয়ে ভারতের নাগরিকত্ব ছেড়ে পাকাপাকিভাবে কানাডায় চলে যাচ্ছেন জাতীয় শুটার অঙ্গদ।
456bet1, gonna try my luck here. Hope the site is user-friendly and pays out quick! 456bet1