বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে অরাজকতা। সে বিষয়ে ওয়াকিবহাল বিশ্বের অনেকেই। সেই বাংলাদেশেরই এক জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি (Bangladesh Osman Hadi) গুলিবিদ্ধ হন গতকাল অর্থাৎ 12 ডিসেম্বর। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের ছাত্রনেতা গুলি খাওয়ার কয়েক ঘন্টা আগেই ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই মানচিত্রেই ভারতের পাঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বিহারের একাধিক এলাকা সহ গোটা ঝাড়খন্ড ও উত্তর-পূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে দেখান তিনি।
ভারতের বিকৃত মানচিত্র বানানোর কারণেই কি গুলি খেতে হল হাদিকে?
বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনার বিদায়ের পর ওপারের একাধিক জনসভায় গলা ছেড়ে স্লোগান দিতে দেখা গিয়েছিল এই ছাত্র নেতাকে। জানা যায়, ইউনূস জামানার আগে থেকেই ভারতকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখতেন ওসমান হাদি। তাছাড়াও প্রায়শই ভারত বিরোধী মন্তব্য করতেও পিছিয়ে যাননি এই অতি পরিচিত ছাত্র নেতা। বিগত দিনগুলিতে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে পড়শি দেশকে নিয়ে নানান বিতর্কিত মন্তব্য শানিয়ে এসেছে তাতে নয়া দিল্লি এবং ঢাকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শোনা যায়, এই হাদিও নাকি ইউনূসদের এমন মনোভাবকে সর্বসমক্ষে সমর্থন করতেন।
ওপার বাংলার বেশ কয়েকটি সূত্রের দাবি, এই ওসমান বাংলাদেশের অন্যান্য তরুণ প্রজন্ম থেকে শুরু করে ছাত্র নেতাদের ভারত ভাগ করার দিবাস্বপ্ন দেখাতেন। সেই ট্রেন্ডে গা ভাসিয়েই অন্যান্য সহযোগীদের সহায়তায় ভারতের বিকৃত মানচিত্র বানিয়েছিলেন ওপার বাংলার এই ছাত্রনেতা। একাধিক সূত্রের দাবি, এই ওসমানের সাথে পাকিস্তানের বেশ কয়েকজন প্রতিনিধিরও নাকি যোগ রয়েছে। মূলত সে কারণেই দাদাকে খুশি করতে ভারতের লাদাখ, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর অঞ্চলকে মানচিত্রে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছিলেন তিনি। আর এই ঘটনার পরই ওসমানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ভারত বিরোধী এমন ভয়ানক মানচিত্র তৈরির কারণেই গুলি খেতে হয়েছে তাঁকে! যদিও এ সংক্রান্ত কোনও যথোপযুক্ত তথ্য মেলেনি।
অবশ্যই পড়ুন: টিকিট কেটেও মেলেনি দেখা, ভক্তদের ক্ষোভে উত্তাল যুবভারতী! কলকাতা ছাড়ছেন মেসি
উল্লেখ্য, বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ছাত্রনেতা ওসমানের উপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওপারে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, “হাদির উপর গুলি চালানো দোষীদের কঠোর শাস্তি হবে। এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত।” এদিন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য ছাত্র নেতাদের নিরাপত্তা জোরদার করা নিয়েও কড়া নির্দেশ দেন ওপারের প্রধান।