সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালিয়ে অপহরণের পর নিজের জীবন হারালেন পাকিস্তানি অভিনেতা মালিক কাঞ্জি (Malik Kanji Kidnapped)? উল্লেখ্য, 22 এপ্রিল 2025 সালে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর নিজেকে ভারতীয় সেনার অফিসার “অশোক কুমার” বলে পরিচয় দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন মালিক কাঞ্জি। ওই ভিডিওতে তিনি দাবি করেছিলেন যে, পহেলগাঁও হামলা নাকি ভারতীয় সেনার ফলস ফ্ল্যাগ অপারেশন। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং পাকিস্তানের বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ক্লিপ শেয়ার করা হয়। তবে বাস্তব বলছে অন্য কথা।
ছদ্মবেশের মধ্যেই ফাঁকফোকর
ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি যে ভারতীয় সেনার পোশাক পরেছিলেন, সেটি ছিল সম্পূর্ণ পুরনো ডিজাইনের। অথচ ভারতীয় সেনা 2022 সাল থেকে নতুন ইউনিফর্ম চালু করেছে। বিষয়টি নজরে আসতেই সন্দেহ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রমাণসহ জানান যে, তিনি কোনো ভারতীয় সেনার অফিসার না, বরং পাকিস্তানের এক অভিনেতা মালিক কাঞ্জি।
Pakistani actor Malik Kanji, who recently made a propaganda video posing as an Indian Army soldier after the Pahalgam attack, has reportedly been kidnapped by unknown men and has been missing since last evening. pic.twitter.com/c44SPxDCcB
— IndiaWarMonitor (@IndiaWarMonitor) September 2, 2025
আসল নাম ও পরিচয়
খোঁজ নিয়ে জানা গিয়েছে, তার আসল নাম কাঞ্জি মালিক। তিনি করাচির পিআইবি কলোনির বাসিন্দা এবং পাকিস্তানি সেনা আইএসআই-এর সঙ্গেও তার যোগাযোগ ছিল। ভারতের বিরুদ্ধে ভুয়ো প্রচার অভিযান চালানোই তাঁর মূল টার্গেট ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর লিঙ্কডিন প্রোফাইল থেকেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসে।
আরও পড়ুনঃ বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা সাব ইনস্পেক্টরের! হাড়হিম করা ঘটনা ঝাড়গ্রামে
হঠাৎ করেই নিখোঁজ
বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ খবর, মঙ্গলবার সন্ধ্যাবেলা শোরকোট এলাকায় একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতি তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং তারপর থেকেই তিনি নিখোঁজ। অবশেষে বুধবার সকালে শোরকোটের এক নর্দমা থেকে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও পাকিস্তানে সেনা ও আইএসআই তাঁকে খোঁজার জন্য জোর চেষ্টা চালাচ্ছিল। তবে শেষমেষ তাঁদের হাতেই পাকড়াও হল এই দুষ্কৃতী।