সহেলি মিত্র, কলকাতা: জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে চারিদিকে। আর এই সময়টাই হল যেকোনও জায়গায় ঘুরতে যাওয়ার একদম আদৰ্শ সময়। এই ঋতুতে, মানুষ প্রায়শই পাহাড় এবং প্রকৃতির কাছাকাছি যেতে চায়। এহেন পরিস্থিতিতে আপনি তুষারপাত উপভোগ করতে চান বা তুষারাবৃত পাহাড় দেখতে চান, তাহলে আজ আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার মনে হতে পারে কোনো বিদেশী জায়গায় পৌঁছে গিয়েছেন। সকলেই এখন কমবেশি যে কোনো হিল স্টেশনে যেতে চান। তবে কেবল উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ নয়, ভারতে অসংখ্য পাহাড়ি স্টেশন রয়েছে যেখানে আপনি অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন। আজ, আমরা আপনাকে অরুণাচল প্রদেশের এমন একটি জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে বিদেশের মাটিতে থাকার অনুভূতি দেবে।
ভারতের নরওয়ে বলা হয় এই জায়গাকে
ক্যাপশন পড়ে বুঝেই গিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা বলবো ভারতের ‘নরওয়ে’ (Norway Of India) বলা হয় এমন জায়গা সম্পর্কে। যদি আপনিও এই ডিসেম্বরে বা নিউ ইয়ারে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। এখানে, আমরা আপনাকে ভারতের নরওয়ে সম্পর্কে বলব, সেখানে আপনি কী করতে পারেন, এবং দিল্লি থেকে সেখানে কীভাবে যাবেন, থাকবেন এবং ঘুরে দেখবেন তার সম্পূর্ণ বিবরণ দেব।আমরা অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকার কথা বলছি, যেটি ভারত-চীন সীমান্তের কাছে অবস্থিত। এই জায়গাটি অত্যন্ত সুন্দর।
এই দিবাং -এ আপনি ক্রিস্টাল ক্লিয়ার জলের হ্রদ পাবেন, যা দেখার মতো। এটিকে ভারতের নরওয়ে বলা হয় কারণ, নরওয়ের মতো, এখানেও ফিজর্ড, হিমবাহ এবং মনোরম উপত্যকা রয়েছে। বিশেষ করে আপনি যদি একটু নিরিবিলি জায়গা ঘুরতে পছন্দ করে থাকেন তাহলে এই জায়গাটি একদম আদৰ্শ আপনার জন্য। এই দিবাং কম জনবহুল এলাকা, শান্ত পরিবেশ, বন্যপ্রাণী এবং ইদু মিশমি উপজাতির অনন্য সংস্কৃতি এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কী কী দেখবেন দিবাং-এ?
দিবাং উপত্যকা অ্যাডভেঞ্চারার এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি নিখুঁত গন্তব্য। আপনার অবশ্যই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখা উচিত। দিবাং উপত্যকায় দেখার মতো অনেক জায়গা রয়েছে, যার মধ্যে দিবাং জেলার সদর দপ্তর অনিনিও রয়েছে। এই জায়গার সৌন্দর্য আপনাকে মোহিত করবে। অনিনির চারপাশে বরফে ঢাকা পাহাড়। এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত নদীর কাছে বসে থাকা একটি আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে আপনাকে। আপনি ভীষ্মনগর, মেহাও লেক, মায়োদিয়া পাস ঘুরে দেখতে পারেন?
কীভাবে যাবেন?
আপনি যদি কলকাতা থেকে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এর জন্য আপনাকে বিমানে যেতে হবে। মোহনবাড়ি বিমানবন্দর থেকে, আপনাকে রোইং যেতে হবে, যা প্রায় ১৪০ কিলোমিটার দূরে। রোইং থেকে, আপনি অনিনির জন্য বাস পেতে পারেন। আপনি ক্যাবে করেও দিবাং পৌঁছাতে পারেন। বিকল্পভাবে, যদি আপনি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে দিবাংয়ের নিকটতম রেলস্টেশন হল তিনস্কুলিয়া। এখান থেকে, আপনি সরাসরি দিবাং-এ ক্যাব নিতে পারেন। দিল্লি থেকে দিবাং ভ্যালির দূরত্ব প্রায় ২,১৮৭ কিলোমিটার, যার ফলে গাড়িতে ভ্রমণ করা অসম্ভব।