ভারতের সব দল থেকেই বাদ মোহনবাগান ফুটবলাররা! সবুজ মেরুনকে বয়কট করল AIFF?

Mohun Bagan Super Giant players is likely all officially banned by AIFF report

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড্ড সমস্যায় পড়েছেন মোহনবাগান ফুটবলাররা। সুপার কাপে ইস্টবেঙ্গলের সামনে আটকে গিয়ে আপাতত কোনও টুর্নামেন্ট হাতে নেই সবুজ মেরুনের। এরই মাঝে, জাতীয় শিবিরের কোনও দলেই জায়গা পাচ্ছেন না বাগানের ছেলেরা। কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ ঘোষণা করেছিলেন প্রধান কোচ খালিদ জামিল। সেই একাদশে ইস্টবেঙ্গলের অন্যান্যদের দেখা মিললেও দেখা যায়নি মোহনবাগানের কাউকেই। মনে করা হচ্ছে, কিছু মাস আগে এসিএল টু তে খেলার জন্য সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব 23 দলের জন্য যেহেতু ফুটবলার ছাড়তে চায়নি বাগান, তাই এবার সেই বদলা ইঞ্চিতে ইঞ্চিতে তুলে নিচ্ছে AIFF। ফলস্বরূপ, কোনও জাতীয় দলেই সুযোগ পাচ্ছেন না মোহনবাগানের (Mohun Bagan Super Giant) ফুটবলাররা। তাহলে কি বয়কট!

মোহনবাগানকে বয়কট করল AIFF?

অনূর্ধ্ব 23 জাতীয় দলে দেখা নেই মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস, প্রিয়াংশ দুবে, সুহেল ভাটদের মতো খেলোয়াড়ের। সবচেয়ে অবাক করা বিষয়, নৌসাদ মুসার জাতীয় দলে জায়গা পেয়েছেন মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসিতে যোগ দেওয়া ফুটবলার রাজ বাস্ফো। যদিও অলিখিতভাবে একাধিক কারণকে সামনে রেখে মোহনবাগানের যোগ্য ফুটবলারদের না নেওয়ায় তার মাসুলও গুনতে হচ্ছে ভারতের অনূর্ধ্ব 23 দলটিকে। গত শনিবার ব্যাঙ্ককে অনুষ্ঠিত থাইল্যান্ডের যুব টিমের কাছে 0-4 গোলে হারের পর মুসা বুঝেছেন যোগ্যদের ছাড়া দল হয় না।

এদিকে, জাতীয় সিনিয়র দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে মোহনবাগানের শুভাশিস বসু, আপুইয়া, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, সাহল আব্দুল সামাদের মতো দাপুটে ফুটবলাদের ছাড়াই দল গুছিয়ে নিয়েছেন প্রধান কোচ খালিদ। সে দল নিয়েই আগামীকাল, 18 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে একপ্রকার নিয়ম রক্ষার ম্যাচেই নামতে চলেছেন তারা। সেখানেও যে দলের ভাগ্য ফেরানোটা যথেষ্ট কঠিন হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। আর এসবের মাঝেই জাতীয় শিবিরের একের পর এক দল থেকে মোহনবাগান ফুটবলারদের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে তাহলে বাগানের প্লেয়ারদের বয়কট করল AIFF? এ প্রসঙ্গে অবশ্য ফেডারেশন কর্তাদের একাংশের দাবি, কোন দল থেকে কোন ফুটবলার নেওয়া হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে প্রধান কোচের উপর। এখানে ফেডারেশনের কোনও কাজ নেই।

অবশ্যই পড়ুন: মেধার জোরে পরীক্ষা দিয়েও ইন্টারভিউতে ডাক নেই! ফের বিকাশ ভবন অভিযান চাকরিপ্রার্থীদের

উল্লেখ্য, আনোয়ার আলি ইস্যুতে আজ পর্যন্ত সমাধান পায়নি মোহনবাগান। যা নিয়ে দফায় দফায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দরজায় কড়া নাড়লেও তাতে লাভের লাভ হয়নি। এমতাবস্থায়, আনোয়ার ইস্যু নিয়ে AIFF এর সমালোচনা সাজিয়ে ফিফা এবং AFC র কাছে একটি চিঠি দিয়েছে মোহনবাগান। সেই চিঠিতে সবুজ মেরুন স্পষ্ট জানিয়েছে, “আনোয়ারকে নিয়ে সমস্যার সমাধান তো দূর, বরং ফেডারেশনের কাজে সমস্যা নিষ্পত্তি হতে আরও দেরি হচ্ছে।” অনেকেই মনে করছেন, ফেডারেশনের সাথে দিনের পর দিন মোহনবাগানের রেষারেষিতে জাতীয় দল থেকে বঞ্চিত হচ্ছেন যোগ্য প্লেয়াররা। তবে বলতেই হয়, অন্যান্যরা বাদ পড়লেও নিয়মিত না খেলেও মোহনবাগানের মিডফিল্ডার আবরার আলি জাতীয় শিবিরে রয়েছেন।

Leave a Comment