ভারতের সাথে ছেলেখেলা করেই দ্বিতীয় T20 পকেটস্থ করল অস্ট্রেলিয়া

India Lost To Australia in second match of T20 Series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: থামানো গেল না অস্ট্রেলিয়াকে। ভারতের সাথে কার্যত ছেলেখেলা করেই দ্বিতীয় টেস্টে জয় খুঁজে নিল মিচেল মার্শের দল (India Lost To Australia)। দুঃখের বিষয়, এদিন চেষ্টা করেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের থামাতে পারেননি জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে কুলদীপ যাদবরা। আসলে জেতার জন্য যে ভিতটা প্রয়োজন, শুক্রবার ভারতকে সেটাই গড়তে দেয়নি ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। আর তাতেই 41 বলে 2 রান থেকে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নিল শুভমনদের প্রতিপক্ষ।

ভারতের হারের কারণ ব্যাটিং অর্ডারের ব্যর্থতা

আজ ম্যাচ শুরু হতেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেই সূত্রে বাধ্য হয়েই প্রথমে ব্যাট করতে নামে ভারত। আর সেখান থেকেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার ধ্বংসের সূচনা করে অজিরা। এদিন অভিষেক শর্মা এবং পেসার হর্ষিত রান ছাড়া আর কেউই সে অর্থে রানের মুখ খুলতে পারেননি।

অবশ্যই পড়ুন: নবান্নের দিকে জানলা নিষিদ্ধ, আবাসন নির্মাণ নিয়ে ১৭ দফা শর্ত দিল লালবাজার

বলাই বাহুল্য, শুক্রবার ব্যাট হাতে কার্যত একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা। এদিন ভারতের এই তারকা ব্যাটসম্যানের তরফে কঠিন সময়ের মধ্যেও 37 বলে 68 রানের গুরুত্বপূর্ণ যোগদান পেয়েছিল ভারত। বলতেই হয়, আজ যদি অভিষেক শর্মা টিকে খেলতে না পারতেন, তাহলে বোধহয় তিন অঙ্কের গণ্ডিটাও ছোঁয়া হত না ভারতের। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন গম্ভীরের প্রিয় পাত্র রানা। এই KKR তারকা দলের দুঃসময়ে ব্যাট উঁচিয়ে 33 বলে 35 রানের প্রয়োজনীয় ইনিংস খেলে দিয়ে গেছেন। সেই সূত্রেই অস্ট্রেলিয়াকে 126 রানের ছোট্ট লক্ষ্য দেয় টিম ইন্ডিয়া।

জবাবে সেই লক্ষ্য পূরণ করতে নেমে ভারতীয় বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। যদিও স্বল্প রানের ইনিংসকে পুঁজি করেই অজিদের আটকানোর সাধ্যমত চেষ্টা করেছে ভারতের বোলাররা। এদিন মিচেল মার্শদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি উইকেট ফেলে দেয় ভারত। শুক্রবার জসপ্রীত, কুলদীপ এবং বরুণ চক্রবর্তীরা 2টি করে উইকেট তুলেছিলেন ঠিকই, তবে লক্ষ্য পূরণের জন্য রান কম থাকায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেননি তারা। সেই সুত্রেই 4 উইকেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পকেটস্ত করে চালকের আসনে অস্ট্রেলিয়া।

Leave a Comment