বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে ক্ষমতা জাহির করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ভারত-আমেরিকা সম্পর্কে কিছুটা হলেও ছেদ পড়েছে বলা যায়!
ঠিক সেই আবহে, বিবৃতি জারি করে ভারতের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করল আমেরিকার পররাষ্ট্র দপ্তর। PTI এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তরফে সরাসরি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারত এবং আমেরিকার সম্পর্ক এখনও আগের মতোই রয়েছে। সেই সাথে উল্লেখ করা হয়েছে আমেরিকান কূটনীতিকরা পাকিস্তানের সাথেও যোগাযোগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মুনিরের হুঙ্কারের মাঝেই বড় বার্তা আমেরিকার
সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফাঁকা আওয়াজ ছেড়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। ফ্লোরিডার এক অনুষ্ঠানে অংশ নিয়ে পাক সেনাপ্রধান জানিয়েছিলেন, আমরা যদি বুঝি ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।
পরমাণুর জুজু দেখানোর পাশাপাশি, ভারতের উদ্দেশ্যেও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুনির। পাক সেনাপ্রধানের বক্তব্য ছিল, ভারত বাঁধ তৈরি করছে করুক। ওদের বাঁধ তৈরির কাজ শেষ হলে। আমরা 10টি মিসাইল ছেড়ে সব ধ্বংস করে দেব। আর এসবের মাঝেই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বড় বার্তা দিয়েছেন।
এক বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আগের মতোই আছে। তবে দিন পাকিস্তানের কথা উল্লেখ করেন ব্রাস। জানান, এর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিরাট সংঘাত হয়েছিল। যা গুরুতর পর্যায়ে পৌঁছতে পারত। তবে তাৎক্ষণিক কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি।
ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একসাথে গোটা পরিস্থিতি সামাল দিয়েছিলেন। আমরা ফোনে উভয় দেশের নেতাদের সাথে কথা বলেছিলাম। আমরা প্রতি মুহূর্তে আক্রমণ বন্ধ করার চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত তাদের সফলও হয়েছি। দুই দেশই আমাদের কথায় রাজি হয়ে যায়। এই ঘটনা সত্যিই গর্বের।
VIDEO | Washington: Responding to a question regarding India-Pakistan conflict during a press conference, US State Department Spokesperson Tammy Bruce (@statedeptspox) said, “Our relationship with both nations as it has been which is good, and that is the benefit of having a… pic.twitter.com/AA7SQ4I6zm
— Press Trust of India (@PTI_News) August 13, 2025
অবশ্যই পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভের মা! কী হয়েছে নিরুপা দেবীর?
উল্লেখ্য, সদ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্য নিয়ে ভুয়সী প্রশংসা করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের তরফে বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছে পাকিস্তান! এবং তাতে সফলও হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়।
আর সেখানেই সন্ত্রাসবিরোধী কার্যকলাপে পাকিস্তানের প্রশংসা করে আমেরিকা। শুধু তাই নয়, সন্ত্রাসবাদি হামলার ঘটনায় পাকিস্তানে মৃত্যুর ঘটনাতেও সমবেদনা জানিয়েছে আমেরিকা! আর এতেই প্রশ্ন উঠছে, সব কিছুর মাঝে আদতে পাকিস্তানকেই কাছে টেনে নিচ্ছে আমেরিকা! অনেকেরই দাবি, পাকিস্তানকে খুশি করতেই ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন ট্রাম্প!