ভারতের হারের কারণ, সেই কুইন্টন ডিকক-কে দলে ফিরিয়ে আনতে পারে KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে একপ্রকার দুরমুশ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে যে দলটা একেবারে একতরফা জয় তুলে নিয়েছিল, তাদেরই গতকাল একেবারে নাকানি চোবানি খাইয়েছে প্রোটিয়ারা। তাতে শেষ পর্যন্ত পরাজয়ের ধাক্কা এড়াতে পারেনি সূর্যকুমার যাদবের দল। আর টিম ইন্ডিয়ার এমন লজ্জার হারের নেপথ্যে নায়ক অর্থাৎ অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। গতকাল তাঁর 90 রানের দুর্ধর্ষ ইনিংসের কারণেই হারতে হয়েছিল ভারতকে। এবার সেই প্লেয়ারকেই নাকি ফিরিয়ে আনতে পারে KKR (Kolkata Knight Riders)!

কুইন্টন ডিক’ককে ফিরিয়ে আনবে KKR?

সম্প্রতি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দক্ষিণ আফ্রিকার হয়ে পাথর ভাঙছেন কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া তারকা ক্রিকেটার কুইন্টন ডিকক। এইতো সেদিন ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সেঞ্চুরি এসেছিল তাঁর হাত ধরে। চলতি টি-টোয়েন্টি সিরিজের গত ম্যাচে দাপট দেখাতে না পারলেও বৃহস্পতিবার নিজের ব্যাটের জাদু দেখিয়ে 46 বলে 90 রানের সবচেয়ে বড় ইনিংস খেলেন তিনিই। আর সেটাই হয়ে ওঠে ভারতের পরাজয়ের কারণ। আসলে কুইন্টন যদি 90 রানের ইনিংস না খেলতেন তাহলে বোধ হয় বড় লক্ষ্য তাড়া করার কোনও প্রশ্নই উঠত না।

এহেন একজন প্লেয়ারকে, গত 15 নভেম্বর ছেড়ে দিয়েছে কলকাতা। তবে গতকালের ম্যাচের পর বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে অল্প দামে এবার হয়তো এই দক্ষিণ আফ্রিকান তারকাকে ফিরিয়ে আনতে পারে শাহরুখ খানের দল। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিককালে ফর্মে রয়েছেন কুইন্টন। তা ছাড়াও উইকেট কিপার হিসেবেও যথেষ্ট দক্ষ এই প্রোটিয়া তারকা। এমনকি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থাকার কারণে নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রয়েছে তাঁর। কাজেই শেষ পর্যন্ত যদি নাইট ম্যানেজমেন্ট ডিকককে অল্প দামে দলে ফিরিয়ে আনে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এ নিয়ে KKR এর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

অবশ্যই পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের মূল কারণ এই ৫ প্লেয়ার!

উল্লেখ্য, মাঝে কটা দিন। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। প্রাথমিকভাবে নিলামের জন্য 1400 জন প্লেয়ারের নাম নথিভুক্ত হলেও পরে সেখান থেকে 1005 জনকে বাদ দেওয়ার পর যোগ্যতার ভিত্তিতে বাছাই করে মোট 350 জনের তালিকা চূড়ান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং IPL কর্তৃপক্ষ। প্রথমদিকে জায়গা না পেলেও পরে সেই তালিকায় ঢুকে পড়েছেন কুইন্টন। জানা যায়, একটি ফ্রাঞ্চাইজি নাকি তাঁর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল। আর সেই অনুরোধের ভিত্তিতেই, 1 কোটি টাকার বেস প্রাইসে মিনি নিলামে জায়গা পেলেন KKR প্রাক্তনী।

Leave a Comment